পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

সতর্কতার লক্ষ্মণরেখা হলুদ, অতিক্রম না-করার নির্দেশ মেট্রো কর্তৃপক্ষের - কলকাতার মেট্রো

Kolkata Metro safety awareness: মেট্রো স্টেশনে ট্রেন আসার আগে প্রায়শই যাত্রীরা প্ল্যাটফর্মের একেবারে ধারে গিয়ে উঁকিঝুঁকি মারেন ৷ যাত্রীদের সতর্ক করতে একটি হলুদ লাইনও দেওয়া আছে প্ল্যাটফর্মে ৷ এই বিষয়ে সতর্ক করতে প্ল্যাটফর্মে নামল কলকাতার মেট্রোর জনসংযোগ বিভাগ ৷

ETV Bharat
কলকাতা মেট্রোj প্ল্যাটফর্মে হলুদ লাইন নিয়ে যাত্রীদের সতর্ক করছেন এক কর্মী

By ETV Bharat Bangla Team

Published : Feb 18, 2024, 10:21 AM IST

কলকাতা, 18 ফেব্রুয়ারি: মেট্রো স্টেশনে প্ল্যাটফর্মের একেবারে ধারে যাওয়া নিষেধ ৷ তাও ট্রেন আসছে কি না, তা দেখতে ধারে চলে যান যাত্রীরা ৷ সামান্য অসতর্কতায় চরম বিপদ হতে পারে ৷ তাই শনিবার যাত্রীদের সতর্ক হওয়ার আবেদন জানিয়ে বিশেষ প্রচার চালাল কলকাতা মেট্রোর জন সংযোগ বিভাগ ৷

সম্প্রতি প্ল্যাটফর্মের ধার ঘেঁষে চলার সময় অসতর্কে ট্র্যাকের উপরে পড়ে যাওয়ার কয়েকটি ঘটনা ঘটেছে ৷ তবে আরপিএফের সতর্কতায় বড় কোনও দুর্ঘটনা ঘটার আগেই ওই যাত্রীদের উদ্ধার করা হয় ৷ সময় মতো উদ্ধার না করা হলে বড়সড়ো বিপদ ঘটে যেতে পারত ৷ প্রাণহানির আশঙ্কাও থেকে যায় ৷ তাই প্ল্যাটফর্মে ট্রেন না-আসা পর্যন্ত আপ ও ডাউন লাইনে প্ল্যাটফর্ম বরাবর হলুদ লাইন অতিক্রম না-করার বার্তা দেওয়া হয় যাত্রীদের ৷ যাত্রীরা যেন প্ল্যাটফর্মে ট্রেন আসার পর ওই লাইনটি অতিক্রম করেন ৷ শনিবার যাত্রীদের এই বিষয়ে সচেতন করা হয় ৷ বিশেষত দিনের ব্যস্ত সময়ে প্ল্যাটফর্মে অসতর্কভাবে হাঁটাচলা করলে, তার পরিণতি মারাত্মক হতে পারে ৷

এদিন কলকাতা মেট্রো রেলের জনসংযোগ বিভাগের আধিকারিক এবং কর্মীরা পার্ক স্ট্রিট স্টেশন, এসপ্ল্যানেড এবং কালীঘাট স্টেশনে এই বিষয় প্রচার করেন ৷ যাত্রীদের মেট্রোয় নিরাপত্তা সম্পর্কিত বুকলেট দেন ৷ এই প্রচারে ট্রাফিক বিভাগ ও আরপিএফ কর্মীরাও অংশগ্রহণ করেন ৷ তাঁরা যাত্রীদের অপ্রয়োজনে হলুদ লাইন অতিক্রম করা থেকে বিরত থাকার পরামর্শ দেন ৷

মেট্রো রেলের পক্ষ থেকে জানানো হয়, বিভিন্ন সময় এই ধরনের নিরাপত্তা এবং সতর্কতামূলক প্রচার অভিযান চালানোর পাশাপাশি পাবলিক অ্যানাউন্সমেন্টের মাধ্যমে প্রতিদিনই যাত্রী নিরাপত্তা সম্পর্কিত ঘোষণা করা হয় ৷ মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র জানান, এই ধরনের প্রচারের মাধ্যমে একদিকে যেমন যাত্রীদের সুরক্ষা নিশ্চিত করা সম্ভব ৷ অন্যদিকে কোনও অপ্রীতিকর ঘটনা ঘটলে হাজার হাজার যাত্রীদের অযথা ভোগান্তির মুখে পড়তে হয়, তাও এড়ানো যাবে ৷ মেট্রোয় যাত্রীদের হলুদ লাইন থেকে নিরাপদ দূরত্ব বজায় রাখার গুরুত্ব সম্পর্কে এই প্রচার অভিযান নিঃসন্দেহে কিছু প্রয়োজনীয় বিপদ ঘটা থেকে বিরত করবে যাত্রীদের ৷

আরও পড়ুন:

  1. যতীন দাস পার্ক মেট্রো স্টেশনে আত্মহত্যার চেষ্টা, কেমন আছেন যুবতী জানাল মেট্রো রেল কর্তৃপক্ষ
  2. শেষের পথে অপেক্ষা! দ্রুত তিনটি নতুন মেট্রো-রুট পেতে চলেছে কলকাতা
  3. বৌবাজার মেট্রো বিপর্যয় স্থলেই শুরু বাড়ি তৈরি কাজ, রবিবার ভিত পুজো

ABOUT THE AUTHOR

...view details