কলকাতা, 18 জুন:গার্ডেনরিচ কাণ্ডের পর থেকেই বেআইনি নির্মাণ নিয়ে সক্রিয় মনোভাব দেখাচ্ছে কলকাতা পৌরনিগম । জারি হয়েছে একের পর এক নির্দেশিকা । লাগাতার ভাঙা হচ্ছে বেআইনি নির্মাণ । তবে বিভিন্ন জায়গায় নির্মাণ ভেঙে দেওয়ার পর, ফের সেখানে নির্মাণ গড়ে তোলার ঘটনা ঘটছে । এবার সেই সব বেপরোয়া নির্মাণকারীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ করবে কলকাতা পৌরনিগম । প্রয়োজনে প্রোমোটারকে গ্রেফতার করার নিদানও দিয়েছেন মেয়র ফিরহাদ হাকিম । তাঁর দাবি, অবৈধ নির্মাণের ক্ষেত্রে প্রোমোটারকে গ্রেফতার না-করলে সমস্যার সমাধান হবে না ।
সম্প্রতি কলকাতা পৌরনিগমে এমনই কয়েকটি অভিযোগ আসে । পৌরনিগমের ডেমোলিশন স্কোয়াড গিয়ে বেআইনি নির্মাণ ভেঙে দিয়ে আসার পরেও ফের সেখানে নির্মাণ করা হচ্ছে বলে অভিযোগ ওঠে । সেই ঘটনা কানে আসতেই বিরক্তি প্রকাশ করেন মেয়র ফিরহাদ হাকিম । তিনি বিল্ডিং বিভাগের ডিজিকে বলেন, "অভিযুক্ত নির্মাণকারীদের গ্রেফতার করান । আপনার হাতে ক্ষমতা আছে । আইন আছে, সেটা প্রয়োগ করুন ।"