কলকাতা, 21 ডিসেম্বর: কলকাতা থেকে হাওড়া স্টেশন যাওয়ার পথে যানজট সবচেয়ে মাথাব্যাথার কারণ শহরবাসীর ৷ আর এই সমস্যা হাওড়া থেকে কলকাতামুখী গাড়িগুলিকেও পোহাতে হয় ৷ আর এর মূলে অনেকাংশ দায়ী হাওড়া ব্রিজে সঙ্গে সংযোগকারী কলকাতার রাস্তার ধারে থাকা পার্কিং ৷ এবার সেই পার্কিং সরানোর পরিকল্পনা শুরু করল কলকাতা পুরনিগম ৷
বড়বাজার, স্ট্র্যান্ড রোড, ব্রেবর্ন রোড, বিবাদী বাগ-সহ মধ্য কলকাতার বিভিন্ন রাস্তার ধারে থাকা পার্কিং তুলে দেওয়ার পরিকল্পনা নিয়েছে কলকাতা পুরনিগম ৷ ওই পার্কিং তুলে একটি নির্দিষ্ট স্থানে নিয়ে যাওয়ার ভাবনাচিন্তা করা হচ্ছে ৷ যেখানে মাল্টি লেভেল পার্কিং তৈরি করার পরিকল্পনা রয়েছে হুগলি নদীর তীরবর্তী এলাকায় ৷ আর এর জন্য কলকাতা পোর্ট ট্রাস্ট কর্তৃপক্ষের সঙ্গে সম্প্রতি আলোচনায় বসে পুরনিগম কর্তৃপক্ষ ৷
জানা গিয়েছে, প্রাথমিকভাবে ফেয়ারলি প্লেসের কাছে কলকাতা বন্দরের কাছে জমি চেয়েছে কলকাতা পুরনিগম ৷ উল্লখ্য, এই এলাকায় একাধিক সরকারি ও বেসরকারি অফিস, হোটেল ও অসংখ্য দোকান রয়েছে ৷ সেখানকার কয়েকশো গাড়ি আশেপাশের রাস্তায় পুরনিগমের পার্কিংয়ে রাখা থাকে ৷ যার জন্য মারাত্মক যানজট তৈরি হয় ৷ বিশেষত, স্ট্র্যান্ড রোড ও বড়বাজার এলাকায় ৷
তবে, বন্দর কর্তৃপক্ষ এখনই কোন জমি দেওয়া হবে, তা নিয়ে কোনও নির্দিষ্ট প্রতিশ্রুতি দেয়নি ৷ পুরনিগম সূত্রে খবর, এই পার্কিং লট কলকাতা পুরনিগম বানাবে, না কি বন্দর কর্তৃপক্ষ বানাবে, তা চূড়ান্ত হয়নি ৷ কলকাতা পুরনিগম যদি পার্কিং বানায়, সেক্ষেত্রে তা পিপিপি বা পাবলিক প্রাইভেট পার্টনারশিপ মডেলে বানানো হবে ৷ মেয়র ফিরহাদ হাকিম বলেন, "ওই এলাকার জন্য একটি মাল্টি লেভেল কার পার্কিং পিপিপি মডেলে তৈরির প্রয়োজনীয়তা আছে ৷ সেই নিয়ে বন্দরের চেয়ারম্যানের সঙ্গে কথা হয়েছে ৷ তিনি আশ্বাস দিয়েছেন বিষয়টি নিয়ে ৷"
ফিরহাদ এ-ও জানান বন্দরের তরফে বাগবাজার, আহিরীটোলা, প্রিন্সেপঘাট, দই ঘাট-সহ যে সমস্ত এলাকায় ভাঙন দেখা দিচ্ছে, সেই ভাঙন ঠেকাতে পদক্ষেপ গ্রহণ করবে পুরনিগম কর্তৃপক্ষ ৷ উল্লেখ্য, হাওড়া ব্রিজের স্বাস্থ্য পরীক্ষা করেছে বন্দর কর্তৃপক্ষ ৷ তারা বারেবারে অভিযোগ তুলেছেন বন্দর এলাকার দখলদারি নিয়ে ৷ সেই দখলদারদের উচ্ছেদ করে, কলকাতা পুরনিগম বাংলার বাড়ি বানিয়ে দেবে বলেও জানান ফিরহাদ হাকিম ৷