কলকাতা, 4 এপ্রিল: গার্ডেনরিচ কাণ্ডে প্রাণ গিয়েছে 13 জনের। কলকাতার মেয়র ফিরহাদ হাকিম সেই ঘটনার দায় চাপিয়ে ছিলেন বাম আমলের উপর। এবার শহরজুড়ে বেআইনি নির্মাণের রমরমা ঠেকাতে ফিরহাদের হাতিয়ার বাম জমানার আইন। 2012 সালে শোভন চট্টোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূল পৌর বোর্ড 'গার্ড পোস্ট' বন্ধ করে দিয়েছিল। তবে বেআইনি নির্মাণ ঠেকাতে শেষমেশ 12 বছর আগে বাম জমানার সেই গার্ড পোস্টকেই ফেরাচ্ছেন বর্তমান তৃণমূল বোর্ডের মেয়র ফিরহাদ হাকিম।
বেআইনি কর্মকাণ্ড ঠেকাতে বাম আমলের উপরেই ভরসা রাখতে হবে ৷ কারণ, বাম আমলের পদ্ধতি ছিল আইনসিদ্ধ দাবি, কলকাতার প্রাক্তন মেয়র বিকাশ রঞ্জন ভট্টাচার্যর। কলকাতা কর্পোরেশন সূত্রে খবর, আগে বেআইনি নির্মাণের অভিযোগ উঠলে 'স্টপ অফ ওয়ার্ক' নোটিশ দেওয়া হত। সেই সমস্ত নির্মাণস্থলে কলকাতা কর্পোরেশন 'গার্ড পোস্ট' নিয়োগ করত। দিনের বেলা ওই স্থলে যাতে নির্মাণ কাজ না-হয় সেটা দেখার দায়িত্ব থাকত গার্ড পোস্টদের। রাতে দায়িত্ব থাকত পুলিশদের। যতদিন না ওই নির্মাণ কাজের প্রোমোটার বা মালিক কলকাতা কর্পোরেশন বিল্ডিং বিভাগকে লিখিতভাবে জানাতেন যে, তাঁরা ফেরনিয়ম মাফিক কাজ করতে চায় ততদিন ওই গার্ড পোস্ট থাকত।
শুধু তাই নয়, গার্ডের প্রতিদিনের মজুরি গুনতে হত অভিযুক্ত মালিক বা প্রোমোটারকে। ফলে বেআইনি নির্মাণের প্রবণতা অনেকটাই নিয়ন্ত্রণে ছিল। এই পোস্টের কর্মরতরা অবসর নেওয়ার পর ধীরে ধীরে ফাঁকা হয়ে যায়। তবে ওই পদে নতুন নিয়োগ হয়নি। এদিকে, 2012 সালে গার্ড পোস্ট বন্ধ করে গোটা দায়িত্ব পুলিশের উপর দিয়ে দেন তৎকালীন মেয়র শোভন চট্টোপাধ্যায় ৷ কিন্তু বাম আমলের সেই গার্ড পোস্ট আবার ফিরতে চলেছে। তবে সেই পদে নতুন নিয়োগ হবে না। কলকাতা কর্পোরেশন বর্তমান মেয়র ফিরহাদ হাকিম জানান, ওই পদে যাদের নিয়োগ করা হবে তাদের ঠিকা সংস্থা মারফত নিয়োগ করা হবে ৷