পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

'তুমি মহারাজ সাধু হলে আজ', প্রতীকী মেরুদণ্ড নিয়ে ফিরহাদের বিরুদ্ধে প্রতিবাদ ইঞ্জিনিয়ারদের - KMC Engineers Protest

KMC Engineers Protest: মেয়র ফিরহাদ হাকিমকে মেরুদণ্ড সোজা রাখতে বার্তা বিল্ডিং বিভাগের ইঞ্জিনিয়ারদের ৷ ফিরহাদের বিরুদ্ধে তাঁদের সম্মানহানির অভিযোগে প্রতীকী মেরুদণ্ড হাতে প্রতিবাদে সামিল হয়েছেন তাঁরা ৷ সেই সঙ্গে একযোগে বদলির আবেদন করেছেন ইঞ্জিনিয়াররা ৷

KMC Engineers Protest
ফিরহাদ হাকিমের বিরুদ্ধে প্রতীকী মেরুদণ্ড হাতে প্রতিবাদ ইঞ্জিনিয়ারদের ৷ (নিজস্ব চিত্র)

By ETV Bharat Bangla Team

Published : Sep 11, 2024, 4:56 PM IST

কলকাতা, 11 সেপ্টেম্বর: আরজি কর-কাণ্ডে জুনিয়র ডাক্তারদের লালবাজার অভিযানে দেখা গিয়েছিল প্রতীকী মেরুদণ্ড ৷ কলকাতার নগরপাল বিনীত গোয়েলকে সেই মেরুদণ্ড 'উপহার' দিয়েছিলেন জুনিয়র ডাক্তাররা ৷ এবার কলকাতা পুরনিগমের মেয়র ফিরহাদ হাকিমের জন্যও একই রকমের একটি মেরুদণ্ড তৈরি করলেন বিল্ডিং বিভাগের ইঞ্জিনিয়াররা ৷ তাঁদের বার্তা, ইঞ্জিনিয়ারদের অপমান না-করে, মেরুদণ্ড সোজা রেখে কাজ করুন মেয়র ৷ মিথ্যে অপবাদের প্রতিবাদে বিল্ডিং বিভাগের 94 জন ইঞ্জিনিয়ার বদলির আবেদন জানিয়েছেন ৷

ফিরহাদ হাকিমের বিরুদ্ধে প্রতীকী মেরুদণ্ড হাতে প্রতিবাদ ইঞ্জিনিয়ারদের ৷ (ইটিভি ভারত)

উল্লেখ্য়, সম্প্রতি টক-টু মেয়রে ফিরহাদ হাকিম ইঞ্জিনিয়ারদের বিরুদ্ধে টাকা তোলা নিয়ে মন্তব্য করেছিলেন ৷ অভিযোগ, ইঞ্জিনিয়ারদের তোলাবাজ বলে অপমান করেছেন মেয়র ৷ তারই প্রতিবাদে আজ প্রতীকী মেরুদণ্ড হাতে নিয়ে প্রতিবাদে সামিল হলেন বিল্ডিং বিভাগের ইঞ্জিনিয়াররা ৷ মেয়রকে মেরুদণ্ড সোজা রেখে পুর-প্রশাসন পরিচালনার দাবি তুলেছেন তাঁরা ৷ স্লোগান তোলা হয়, "তুমি মহারাজ সাধু হলে আজ, আমি আজ চোর বটে ৷"

অভিযোগ, কলকাতা পুরনিগমে যেসব বেআইনি বহুতল নির্মাণ হচ্ছে, সেগুলির ক্ষেত্রে ইঞ্জিনিয়ারদের দায়ী করেছেন মেয়র ৷ এতে তাঁদের সামাজিক সম্মানহানি হচ্ছে ৷ লোকসমাজে তাঁদের চোরের নজরে দেখা হচ্ছে বলে অভিযোগ ৷ আন্দোলনকারী ইঞ্জিনিয়াররা পালটা অভিযোগ করেছেন, বিভিন্ন বেআইনি নির্মাণ ভাঙার ক্ষেত্রে মেয়র নিজে সিন্ডিকেট-রাজের সামনে মাথানত করছেন ৷ ইঞ্জিনিয়াররা বেআইনি নির্মাণ ভাঙতে গেলে মারধর করা হচ্ছে বলেও অভিযোগ উঠেছে ৷

এই প্রসঙ্গে কেএমসি ইঞ্জিনিয়ার্স অ্যান্ড সার্ভিসেস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মানস সিনহা বলেন, "জনসমক্ষে ইঞ্জিনিয়ারদের সম্মানহানি করছেন কলকাতার মেয়র ৷ ইঞ্জিনিয়ারদের তোলাবাজ হিসেবে তুলে ধরছেন ৷ গার্ডেনরিচের ঘটনায় ইঞ্জিনিয়ারদের সাসপেন্ড করলেন ৷ সেই সাসপেনশনের বিরুদ্ধে চার্জশিটে কোনও অভিযোগ প্রমাণ করতে পারেননি ৷ তারপরেও, নিয়ম মেনে ইঞ্জিনিয়ার এবং ডিজি-র সাসপেনশন প্রত্যাহার করেনি কেএমসি কর্তৃপক্ষ ৷"

তিনি প্রশ্ন তুলেছেন, "বেআইনি নির্মাণ ভাঙতে গেলে, কেন আটকানো হয় ফোন করে ? কেন বিল্ডিং পুরো ভাঙা হয় না ? উত্তর দিতে হবে প্রশাসনকে ৷ বেআইনি নির্মাণ ভাঙার নির্দেশ দেবেন ৷ সেই মতো পদক্ষেপ করলে, জনসমক্ষে সম্মানহানি করা মেনে নেব না ! শহরে কতগুলি বেআইনি বাড়ি আছে ৷ কেন ভাঙা হয়নি ? শ্বেতপত্র প্রকাশ করুন মেয়র ৷ আমাদের মেরুদণ্ড আছে ৷ আপনি মেরুদণ্ড সোজা করে প্রশাসন চালান ৷ এই অসম্মান নিয়ে বিল্ডিং বিভাগে কাজ করতে পারব না ৷ তাই আমরা বদলির আবেদন জানিয়েছি ৷

ABOUT THE AUTHOR

...view details