পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

'বিচারের দাবিতে আন্দোলন চলবে', মুক্ত হয়েই শ্যামবাজারের অবস্থান মঞ্চে কলতান - KALATAN DASGUPTA

Kalatan Dasgupta: জেল থেকে মুক্ত হয়েই শ্যামবাজারের অবস্থান মঞ্চে চলে গেলেন কলতান দাশগুপ্ত ৷ জানিয়ে দিলেন যে, আরজি কর-কাণ্ডের প্রতিবাদে তাঁদের আন্দোলন চলবে ৷

ETV BHARAT
জেল থেকে মুক্তির পর কলতানকে ফুলে-আবিরে বরণ সমর্থকদের (নিজস্ব চিত্র)

By ETV Bharat Bangla Team

Published : Sep 20, 2024, 2:57 PM IST

Updated : Sep 20, 2024, 3:15 PM IST

কলকাতা, 20 সেপ্টেম্বর:ভাইরাল অডিয়ো ক্লিপ-কাণ্ডে বিধাননগর পুলিশের হাতে ধৃত সিপিআইএম নেতা কলতান দাশগুপ্ত আজ জেল থেকে ছাড়া পেলেন । মালা, ফুলের তোড়ার সঙ্গে লাল আবিরে রাঙিয়ে সদ্য মুক্তিপ্রাপ্ত নেতাকে বরণ করে নিলেন দলের ছাত্র-যুবরা । স্লোগান উঠল থানা চত্বরে । মুক্ত হয়েই কলতান সোজা চলে গেলেন শ্যামবাজারে, সিপিআইএমের ছাত্র, যুব ও মহিলাদের অবস্থান মঞ্চে । আরজি করের তরুণী চিকিৎসকের বিচারের লড়াই আরও জোরদার করার বার্তা দিলেন তিনি ৷

তৃণমূলের মুখপত্র কুণাল ঘোষ সম্প্রতি একটি অডিয়ো ক্লিপ প্রকাশ করে দাবি করেছিলেন, জুনিয়র ডাক্তারদের অবস্থান মঞ্চে হামলা করে সরকারকে বিপাকে ফেলার চক্রান্ত করেছেন বাম নেতা কলতান দাশগুপ্ত । সেই অভিযোগের ভিত্তিতে বিধাননগর থানা টালিগঞ্জ এলাকা থেকে গ্রেফতার করে সিপিআইএমের রাজ্য কমিটির সদস্য ও যুব সংগঠন ডিওয়াইএফআইয়ের মুখপত্র যুবশক্তির সম্পাদক কলতান দাশগুপ্তকে । এর পরেই উত্তপ্ত হয়ে ওঠে রাজ্য রাজনীতি । পুলিশের ভূমিকা নিয়ে সমালোচনার ঝড় ওঠে ।

সিপিআইএমের তরফে দাবি করা হয়, আরজি করে নির্যাতিতার ধর্ষণ ও খুনের বিচার চাওয়া আন্দোলনকারী জুনিয়র ডাক্তারদের ভয় দেখাতে ও আন্দোলন ভাঙতেই এমন চক্রান্ত করা হয়েছে সরকারি স্তর থেকে । প্রথম দফায় সাত দিনের পুলিশি হেফাজতে থাকার পর, কলতানের জামিন চেয়ে দলের তরফে কলকাতা হাইকোর্টে আবেদন করা হয় । বিকাশরঞ্জন ভট্টাচার্যের নেতৃত্বে 44 জন আইনজীবী এই মামলায় অংশ নেন । শেষমেষ জামিন মঞ্জুর করে আদালত । সঙ্গে আদালতের তীব্র ভর্ৎসনার মুখে পড়তে হয় পুলিশকে । জামিনের নির্দেশ পাওয়ার পর আজ বিধাননগর উত্তর থানা থেকে প্রথমে কলতানকে স্বাস্থ্য পরীক্ষার জন্য বিধাননগর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয় । এরপর বিধাননগর কোর্ট থেকে তাঁকে মুক্তি দেওয়া হয় ৷

মুক্ত হয়েই শ্যামবাজারের অবস্থান মঞ্চের পথে কলতান (নিজস্ব চিত্র)

তাঁকে স্বাগত জানাতে এদিন বিধাননগর আদালতের বাইরে সিপিআইএমের যুব কর্মী সমর্থকদের উচ্ছ্বাস নজরে আসে । মালা, লাল আবিরে নেতাকে বরণ করেন সহকর্মীরা । মুক্ত হয়ে কলতান দাশগুপ্ত বলেন, চিকিৎসক তরুণীর জন্য বিচার চেয়ে যে আন্দোলন হচ্ছে, সেই আন্দোলনকারীদের ভয় দেখাতে ষড়যন্ত্র করে তাঁকে গ্রেফতার করা হয়েছিল । তবে তিনি তাতে বিন্দুমাত্র ভয় পাননি । বরণ আগামী দিনে লড়াইয়ে আরও উদ্যম পেয়েছেন বলে দাবি করেন কলতান । তিনি জানান, বিচারের দাবিতে আন্দোলন আরও জোরদার হবে । এইসব করে আন্দোলন থামাতে পারবে না সরকার । এদিন জেল থেকে মুক্ত হওয়ার পরই সরাসরি শ্যামবাজারের অবস্থান মঞ্চে যান কলতান দাশগুপ্ত । সেখানে কিছু সময় কাটিয়ে তিনি বাড়ি ফেরেন ৷

Last Updated : Sep 20, 2024, 3:15 PM IST

ABOUT THE AUTHOR

...view details