কলকাতা, 28 সেপ্টেম্বর:একসময় উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের সরকারের রোষের মুখে পড়া ড. কাফিল খান শনিবার উপস্থিত হয়েছিলেন কলকাতায় ৷ উদ্দেশ্য ছিল তাঁর লেখা বইয়ের বাংলা অনুবাদের প্রকাশ করা ৷ তিনি নিজে যেহেতু একজন চিকিৎসক, তাই কলকাতায় এসে তিনি আরজি কর-কাণ্ডের প্রসঙ্গ তুলবেন না, সেটা কি হয় ! হয়ওনি ৷
এ দিন তিনি প্রশংসা করেছেন জুনিয়র ডাক্তারদের আন্দোলনের ৷ এই আন্দোলন নারী নির্যাতনের বিরুদ্ধে প্রতিবাদের পথ সারা দেশকে দেখিয়েছে বলেও জানিয়েছেন তিনি ৷ ড. কাফিল খানের কথায়, তিনি আন্দোলনকারী জুনিয়র ডাক্তারদের পাশে থাকতে চান ৷
বাংলার মানুষ প্রতিবাদ করতে ভুলেই গিয়েছিল বলেও তিনি মন্তব্য করেন ৷ এই প্রসঙ্গে তিনি 2012 সালের পার্ক স্ট্রিট গণধর্ষণ-কাণ্ডের প্রসঙ্গ টানেন ৷ ওই ঘটনার পরও সেভাবে মানুষ প্রতিবাদ করেনি বলে আক্ষেপ করেন ৷ কিন্তু আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে তরুণী চিকিৎসক ধর্ষণ ও খুনের ঘটনার প্রতিবাদে যে আন্দোলন কলকাতা ও বাংলায় হল, তা সারা দেশকে পথ দেখালো বলেই তিনি মনে করেন ৷
একই সঙ্গে তাঁর বক্তব্য, আরজি করের মহিলা চিকিৎসককে শুধু ধর্ষণই করা হয়নি, তাঁর উপর নৃশংসভাবে অত্যাচার করা হয়েছে ৷ ময়নাতদন্তে অনেক আঘাতের চিহ্ন পাওয়া গিয়েছে ৷ তার পর এমন ভাবে বিষয়টি দেখানো হল যে, সেটা খুবই স্বাভাবিক ঘটনা ৷ ভারতে ধর্ষণ যেন খুব সাধারণ ঘটনা ! ড. খানের দাবি, দেশে 90 জন মহিলা রোজ ধর্ষিতা হচ্ছেন ৷ এটা সরকারি তথ্য ৷ 70 শতাংশ ধর্ষণ বা মহিলাদের উপর অত্যাচারের অভিযোগ সামনে আসে ৷ বাকি অভিযোগ সামনে আসে না ৷