পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

কেন স্বাস্থ্য সচিবকে সরাতে হবে ? মুখ্যসচিবকে মেইল করে ব্যাখা জুনিয়র চিকিৎসকদের

মমতা বন্দ্যোপাধ্যায় স্বাস্থ্য সচিবের অপসারণ নাকচ করেছেন ৷ কিন্তু কেন তাঁকে সরানো দরকার তা মুখ্যসচিবকে মেইল করে জানালেন অনশনরত জুনিয়র চিকিৎসকরা।

By ETV Bharat Bangla Team

Published : 9 hours ago

JUNIOR DOCTORS HUNGER STRIKE
অনশনরত জুনিয়র চিকিৎসকরা (ইটিভি ভারত)

কলকাতা, 20 অক্টোবর:'কেন স্বাস্থ্য সচিবকে অপসারণ করতে হবে', সে কথা জানিয়ে রবিবার মুখ্যসচিব মনোজ পন্থকে মেইল করলেন জুনিয়র চিকিৎসকরা। শনিবার জুনিয়র চিকিৎসকদের অনশন মঞ্চে যান মুখ্যসচিব এবং স্বরাষ্ট্রসচিব নন্দিনী চক্রবর্তী। অনশনকারী জুনিয়র ডাক্তাদের সঙ্গে কথা বলেন তাঁরা। সঙ্গে ছিলেন কলকাতা পুলিশের ডিসি সেন্ট্রাল ইন্দিরা মুখোপাধ্যায়।

সেখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে জুনিয়র চিকিৎসকদের সঙ্গে ফোনে কথা বলান মুখ্যসচিব। কিন্তু সেই কথোপকথনের মাধ্যমে মুখ্যমন্ত্রী জানিয়ে দেন এই মুহূর্তে স্বাস্থ্যসচিবকে অপসারণ করা সম্ভব নয়। আর তারপরই ফের দানা বেঁধেছে বিতর্ক।

ইমেলে ব্যাখা জুনিয়র চিকিৎসকদের (ইটিভি ভারত)

জুনিয়র চিকিৎসকরা রবিবার নিজেদের তরফে মেইল করেছেন মুখ্যসচিবকে। সেখানে আগামিকাল অর্থাৎ সোমবার নবান্নে বৈঠকের যোগ দেওয়ার পাশাপাশি তাঁদের 10 দফা দাবিকে স্পষ্ট করেছেন তাঁরা।এর পাশাপশি আন্দোলনরত জুনিয়র চিকিৎসকদরে তরফে আরও একটা মেইল করা হয়েছে এদিন।

পাশাপাশি বেশকিছু নথিও তাঁরা দেন এবিষয়ে (ইটিভি ভারত)

সেখানেই স্বাস্থ্যসচিব নারায়ণ স্বরূপ নিগমের বিরুদ্ধে কী কী অভিযোগ আছে সেই বিষয়গুলো স্পষ্ট করেন আরজি কর-কাণ্ডে আন্দোলনরত জুনিয়র চিকিৎসকরা। এর পাশাপাশি বেশকিছু নথিও তাঁরা দেন এ বিষয়ে। মেইলে উঠে এসেছে আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের কথাও। বলা হয়েছে, আরজি কর মেডিক্যাল কলেজে ভয়ঙ্কর দুর্নীতি ও তৎকালীন অধ্যক্ষ সন্দীপ ঘোষের ভূমিকা 2023 সালের জুলাই মাসে স্বাস্থ্য সচিবকে জানানো হয়। তিনি কোনও ব্যবস্থা করেননি । পাশাপাশি আরজি করে ঘটনার পর বদলির দু'দিনের মাথায় সন্দীপ ঘোষকে আবার ফিরিয়ে নিয়ে আসার নেপথ্যেও আছেন এই স্বাস্থ্যসচিব। এমনই দাবি জুনিয়র চিকিৎসকদের। এছাড়াও রয়েছে আরও বেশকিছু তথ্য ওই মেইলে তুলে ধরেন জুনিয়র চিকিৎসকরা ৷

ABOUT THE AUTHOR

...view details