পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

আরজি কর-কাণ্ডে রাষ্ট্রপতিকে চিঠি জুনিয়র ডাক্তারদের - Junior Doctors Write to President - JUNIOR DOCTORS WRITE TO PRESIDENT

Junior Doctors Write to President Droupadi Murmu: নিজেদের দাবি রাষ্ট্রপতিকে জানালেন জুনিয়র ডাক্তাররা ৷ ইমেলের মাধ্যমে আরজি কর-কাণ্ডের বিস্তারিত তথ্য এবং তাঁদের দাবি রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে পাঠালেন তাঁরা ৷

Junior Doctors Write to President Droupadi Murmu
নিজেদের দাবি এবার রাষ্ট্রপতির কাছে পেশের পরিকল্পনা জুনিয়র ডাক্তারদের ৷ (ইটিভি ভারত)

By ETV Bharat Bangla Team

Published : Sep 13, 2024, 1:50 PM IST

Updated : Sep 13, 2024, 5:23 PM IST

কলকাতা, 13 সেপ্টেম্বর: সরকারের কাছে নিজেদের দাবি পেশ করেও কোনও সুরাহা হয়নি ৷ তাই এবার দেশের সাংবিধানিক প্রধান রাষ্ট্রপতির দ্বারস্থ হলেন আন্দোলনকারী জুনিয়র ডাক্তাররা ৷ নিজেদের পাঁচদফা দাবি তাঁরা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে ইমেল করেছেন বলে জানা গিয়েছে ৷ বিষয়টি নিয়ে দীর্ঘ আলোচনার পর জুনিয়র ডক্টরস ফ্রন্ট রাষ্ট্রপতির কাছে চারপাতার চিঠিতে নিজেদের দাবি এবং অভিযোগগুলি তুলে ধরেছেন ৷

রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে লেখা জুনিয়র ডাক্তারদের চিঠি ৷ (ইটিভি ভারত)

উল্লেখ্য, গতকাল রাজ্য সরকারের তরফে আন্দোলনকারী জুনিয়র ডাক্তারদের ডাকা হয়েছিল নবান্নে ৷ সেখানে পাঁচদফা দাবির পাশাপাশি, মোট চারটি শর্তে বৈঠকে যোগ দিতে সম্মত হয়েছিলেন জুনিয়র ডাক্তাররা ৷ যার মধ্যে অন্যতম ছিল, মুখ্যমন্ত্রীর সঙ্গে জুনিয়র ডাক্তারদের বৈঠক ও তার আলোচনা সরাসরি সম্প্রচার করতে হবে ৷ কিন্তু, সুপ্রিম কোর্টে বিচারাধীন বিষয় নিয়ে আলোচনা সরাসরি সম্প্রচারের বিরোধিতা করে প্রশাসন ৷ জানিয়ে দেওয়া হয়, আলোচনা সরাসরি সম্ভব নয় ৷ ফলে দীর্ঘক্ষণ নবান্ন সভাঘরের বাইরে জুনিয়র ডাক্তারদের 15 জন প্রতিনিধি অপেক্ষায় থাকেন ৷ কিন্তু, শেষমেশ আলোচনা ভেস্তে যায় ৷

রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে লেখা জুনিয়র ডাক্তারদের চিঠি ৷ (ইটিভি ভারত)

তাই এবার আর রাজ্য সরকারের মুখাপেক্ষী হয়ে থাকছেন না আন্দোলনকারী জুনিয়র ডাক্তাররা ৷ জানা গিয়েছে, তাঁরা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর কাছে একটি ইমেল পাঠিয়েছেন তাঁরা ৷ সেখানে নিজেদের দাবিগুলি উল্লেখ করা হয়েছে ৷ সূত্রের খবর, সেগুলির মধ্যে অন্যতম হল, আরজি কর-কাণ্ডে এখনও যে সকল অভিযুক্তরা খোলা আকাশের নিচে ঘুরে বেরাচ্ছেন, তাঁদের দ্রুত গ্রেফতার করে তদন্ত শেষ করা ৷ সেই সঙ্গে যে 'থ্রেট কালচার' বা ভয়ের পরিবেশ রাজ্যের 26টি সরকারি মেডিক্যাল কলেজে তৈরি হয়েছে ৷ তার বদলে একটি স্বাস্থ্যকর পরিবেশ তৈরি করা ৷

রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে লেখা জুনিয়র ডাক্তারদের চিঠি ৷ (ইটিভি ভারত)

উল্লেখ্য, নবান্নে গতকাল আলোচনা ভেস্তে যাওয়ার পর জুনিয়র ডাক্তাররা ফের ধরনা মঞ্চে ফিরেছেন ৷ আজ তাঁদের স্বাস্থ্য ভবন অভিযানের চতুর্থদিন ৷ গত তিনরাত ধরে জুনিয়র ডাক্তাররা স্বাস্থ্য সচিব, স্বাস্থ্য শিক্ষা অধিকর্তা-সহ স্বাস্থ্য ভবনের একাধিক আধিকারিকের পদত্যাগের দাবিতে অবস্থান বিক্ষোভ চালাচ্ছেন ৷ ঝড়-জল বৃষ্টি মাথায় নিয়েই তাঁদের এই আন্দোলন চলছে ৷ সেই আন্দোলন মঞ্চ থেকেই এবার রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে চিঠি লিখলেন জুনিয়র ডাক্তাররা ৷

রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে লেখা জুনিয়র ডাক্তারদের চিঠি ৷ (ইটিভি ভারত)
Last Updated : Sep 13, 2024, 5:23 PM IST

ABOUT THE AUTHOR

...view details