কলকাতা, 25 ফেব্রুয়ারি: বেতন বৃদ্ধি না হলেও পারত ৷ বরং, চিকিৎসা পরিকাঠামোর উন্নতি হোক ৷ সোমবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সরকারি হাসপাতালের চিকিৎসকদের বেতন বৃদ্ধির কথা ঘোষণার পর সাংবাদিক সম্মেলন করে এমনটাই জানাল ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস্ ফ্রন্ট ৷
আলিপুরের ধনধান্য অডিটোরিয়ামে আয়োজিত স্টেট লেভেল গ্রিভান্স রিড্রেসাল কমিটির সভায় সরকারি হাসপাতালে চিকিৎসকদের বেতন বাড়ানোর কথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী ৷ জুনিয়র ডাক্তারদের ভাতা ন্যূনতম 10 হাজার টাকা করে বাড়ানোর কথা ঘোষণা করা হয় ৷ তারপরই শুরু হয় বিতর্ক ৷ আরজি কর-কাণ্ডে আন্দোলনকারী জুনিয়র চিকিৎসক অনিকেত মাহাতো অসন্তোষ প্রকাশ করে বলেন, "যেটা প্রাপ্য সেটাই দিয়েছেন মুখ্যমন্ত্রী । এখানে খুশি-অখুশি হওয়ার কিছু নেই । তিনি এই সাম্মানিক না-দিলেও কোনও সমস্যা ছিল না । বরং, আন্দোলনে আমরা চিকিৎসা ক্ষেত্রে যে পরিকাঠামোগত উন্নতির কথা বলেছিলাম, সেই গুলির উপর নজর দিন।"
সাংবাদিক বৈঠকে জুনিয়র চিকিৎসকরা (ইটিভি ভারত)
এদিনের সভায় রাজ্যের সমস্ত সরকারি মেডিক্যাল কলেজে বাৎসরিক উৎসবের জন্য 2 কোটি টাকা বরাদ্দ করেছেন মুখ্যমন্ত্রী ৷ এই প্রসঙ্গে জুনিয়র চিকিৎসক অনিকেত বলেন, "স্বাস্থ্য পরিকাঠামোর বেহাল অবস্থার মধ্যে সাংস্কৃতিক অনুষ্ঠানের জন্য এই ধরনের অনুদানের মানে, কোনও সদর্থক ভূমিকা নেই ৷" তিনি আরও বলেন, "খারাপ অবস্থায় একজন রোগী মেডিক্যাল কলেজেই আসেন ৷ কিন্তু তাঁকে সুস্থ করে তোলার জরুরি ব্যবস্থাপনা আছে কী ?"
মুখ্যমন্ত্রীর ঘোষণায় অসন্তোষ প্রকাশ করে জুনিয়র চিকিৎসক আস্ফাকুল্লা নাইয়া বলেন, "বদলি স্বচ্ছভাবে করতে হবে । এখানে আরও অনেক প্রশ্ন থেকে যাচ্ছে, নার্স ও হাসপাতালের বাকি কর্মীদের নিয়ে । তাই আজকের এই দিনকে আলোচনা সভা নয়, ঘোষণা সভা বলা যায়।"
মুখ্যমন্ত্রীর ভাতা বৃদ্ধির ঘোষণায় অসন্তুষ্ট সিনিয়র চিকিৎসকরাও ৷ তাঁদের মতে, টাকা দিয়ে মুখ বন্ধের চেষ্টা করছেন মুখ্যমন্ত্রী । মেডিক্যাল সার্ভিস সেন্টারের রাজ্য সম্পাদক বিপ্লব চন্দ্র বলেন, "পুজোর আগে মাননীয়া যেভাবে টাকা দিয়ে ক্লাবগুলির মুখ বন্ধ করেন । ঠিক সেভাবেই চিকিৎসকদের ভাতা বৃদ্ধি করে মুখ বন্ধের চেষ্টা করছেন । মুখ্যমন্ত্রী মূলত আন্দোলনকে স্তিমিত করার চেষ্টা করলেন । এই প্রচেষ্টাকে ধিক্কার জানাই আমরা।"
সিনিয়র চিকিৎসকদের সংগঠন জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টরসের আহ্বায়ক চিকিৎসক পুণব্রত গুণ বলেন, "জুনিয়র ডাক্তারদের ভাতা বাড়বে মাসে 10 থেকে 15 হাজার টাকা করে । এই ভাতার বৃদ্ধিকে আমরা স্বাগত জানাই । কিন্তু, মনে রাখবেন আমাদের রাজ্যে জুনিয়র ডাক্তারদের ভাতা অনেক রাজ্যের তুলনায় কম, তা সত্ত্বেও তাঁদের আন্দোলনের দাবির মধ্যে ভাতা বৃদ্ধি ছিল না ৷ দাবি ছিল বিভিন্ন দুর্নীতির বিরুদ্ধে, হুমকি সংস্কৃতির বিরুদ্ধে ৷ অথচ, সেই প্রসঙ্গে মুখ্যমন্ত্রী কোনও কথাই বলেননি ।"
তিনি আরও বলেন, "রাজ্যের বাজেট ঘোষণা ইতিমধ্যে হয়ে গিয়েছে ৷ সেখানে ভাতা বৃদ্ধির বিষয়ে কোনও প্রস্তাব ছিল না। আমাদের জানা নেই, কোন খাত থেকে টাকা নিয়ে এই টাকা দেওয়া হবে । আমার মনে হয় এই ঘোষণ মুখ্যমন্ত্রী নবান্নে বসেই করতে পারতেন । তার জন্য বিপুল পরিমাণে অর্থ খরচ করে প্রায় 2 হাজার চিকিৎসককে কলকাতায় নিয়ে আসার কোনও প্রয়োজন ছিল না ।"