কলকাতা, 30 অগস্ট: এবার লালবাজার অভিযানের ডাক দিলেন জুনিয়র ডাক্তাররা ৷ কলকাতা পুলিশের নগরপাল বিনীত গোয়েলের পদত্যাগের দাবিতে লালবাজার অভিযানের ডাক দেওয়া হয়েছে ৷ আগামী 2 সেপ্টেম্বর এই কর্মসূচির ডাক দিয়েছেন তাঁরা ৷ পাশাপাশি, 3 সেপ্টেম্বর একটি সর্বস্তরের কর্মবিরতির ডাক দেওয়া হয়েছে ৷ সরকারি ও বেসরকারি সমস্ত ক্ষেত্রের চিকিৎসকদের কাছে এই কর্মবিরতিতে সামিল হওয়ার আবেদন করা হয়েছে ৷ তবে, এই কর্মসূচি এখনও পর্যন্ত সুনিশ্চিত করেননি আরজি করের আন্দোলনকারী জুনিয়র ডাক্তাররা ৷
আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে কর্মরত অবস্থায় মহিলা চিকিৎসককে ধর্ষণ ও খুনের অভিযোগে আন্দোলন চলছে ৷ আজ বাইশ দিনে পড়ল জুনিয়র ডাক্তারদের সেই আন্দোলন ৷ লাগাতার কর্মবিরতি চলছে তাঁদের ৷ মূলত, পাঁচদফা দাবি নিয়ে তাঁদের আন্দোলন ৷ সেই পাঁচদফার মধ্যে অন্যতম হল আরজি করের মৃত নির্যাতিতার সুবিচার ৷ এর বাইরে দু’টি মূল দাবির একটি কলকাতা পুলিশের নগরপাল বিনীত গোয়েলের পদত্যাগ ৷ অন্যটি হল, আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে স্বাস্থ্যভবনের তরফে সাসপেন্ড করা ৷