পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

মহালয়ায় মহাসমাবেশের ডাক জুনিয়র ডাক্তারদের, মহামিছিলেরও ঘোষণা - Junior Doctors Movement - JUNIOR DOCTORS MOVEMENT

Junior Doctors Movement: কর্মবিরতি তুলে নিয়ে কাজে যোগ দিয়েছেন জুনিয়র ডাক্তাররা ৷ তবে তার মধ্যেই মহামিছিল ও মহাসমাবেশের ডাক দিলেন তাঁরা ৷ মহালয়ার দিনই তাঁরা এই কর্মসূচিতে অংশ নেবেন বলে জানিয়েছেন ৷

Junior Doctors Movement
মহালয়ায় মহাসমাবেশের ডাক জুনিয়র ডাক্তারদের, মহামিছিলেরও ঘোষণা (নিজস্ব চিত্র)

By ETV Bharat Bangla Team

Published : Sep 27, 2024, 8:11 PM IST

কলকাতা, 27 সেপ্টেম্বর: মহালয়ার দিন মহামিছিল ও মহাসমাবেশের ডাক দিলেন জুনিয়র ডাক্তাররা ৷ শুক্রবার ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্টের তরফে ড. অনিকেত মাহাতো এই কথা জানিয়েছেন ৷

আগামী 2 অক্টোবর (মঙ্গলবার) মহালয়া ৷ সেদিনই কলেজ স্কোয়ার থেকে ধর্মতলা পর্যন্ত করা হবে বলে জানিয়েছেন অনিকেত মাহাতো ৷ একই সঙ্গে তিনি জানান যে ধর্মতলা বা যেখানে অনুমতি মিলবে সেখানেই তাঁরা মহালয়ার দিন মহাসমাবেশ করতে চান ৷ আরও একবার তুলতে চান ‘জাস্টিস ফর আরজি কর’ স্লোগান ৷ ওই সমাবেশ থেকেই জুনিয়র ডাক্তাররা তাঁদের ভবিষ্যতের কর্মসূচির ঘোষণাও করবেন বলে জানিয়েছেন অনিকেত ৷

মহালয়ায় মহাসমাবেশের ডাক জুনিয়র ডাক্তারদের, মহামিছিলেরও ঘোষণা (ইটিভি ভারত)

তবে মহালয়ার দিন শুধু মহামিছিল বা মহাসমাবেশের মধ্যেই আবদ্ধ থাকছে না জুনিয়র ডাক্তারদের কর্মসূচি ৷ তাঁরা সেদিনই আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতাল চত্বরে নির্যাতিতা নিহত চিকিৎসক পড়ুয়ার স্মরণে একটি মূর্তিও প্রতিষ্ঠা করতে চান ৷ সেই মূর্তি কোথায় প্রতিষ্ঠা করা হবে, তা নিয়ে কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা চলছে বলে জানান অনিকেত ৷ এই মূর্তি শুধু আরজি কর নয়, প্রত্যেকটি মেডিক্যাল কলেজ রাখা হবে বলে জানা গিয়েছে ।

একই সঙ্গে তিনি জানিয়েছেন, আগামী 29 সেপ্টেম্বর ফের তাঁরা রাত দখলে ডাক দিয়েছেন । তাঁরা এই কর্মসূচির স্লোগান রেখেছেন, ‘পাড়ায় থাকছি একসাথে, উৎসবে নয় প্রতিবাদে’ । এছাড়াও আরও বেশ কয়েকটি প্রতিবাদ কর্মসূচির কথা জানিয়েছেন অনিকেত ৷

উল্লেখ্য, আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের তরুণী চিকিৎসককে ধর্ষণ ও খুনের বিষয়টি সামনে আসে গত 9 অগস্ট ৷ এই ঘটনায় সুবিচার-সহ একাধিক দাবিতে আন্দোলনে নামেন জুনিয়র চিকিৎসকরা ৷ টানা 42 দিন ধরে চলে তাঁদের ধরনা কর্মসূচি ৷ সম্প্রতি তাঁরা কাজে যোগ দিয়েছেন ৷ তবে নিজেদের দাবি না-মানা হলে আবারও কর্মবিরতি করতে পারেন বলে হুঁশিয়ারিও দিয়ে রেখেছেন আন্দোলনকারীরা ৷

এই মুহূর্তে কর্মবিরতি না করলেও আন্দোলনের পথ থেকে যে সরে আসছেন না জুনিয়র ডাক্তাররা, তা তাঁদের মহামিছিল ও মহাসমাবেশের কর্মসূচি ঘোষণা থেকেই স্পষ্ট হল ৷

ABOUT THE AUTHOR

...view details