পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

ধরনার দিন বৃদ্ধির আবেদন ডাক্তারদের, 'সম্ভব নয়' জানাল লালবাজার - RG KAR DOCTORS RAPE AND MURDER

আদালতের দেওয়া নির্ধারিত সময় বৃদ্ধি করা যাবে না, জানাল লালবাজার ৷ আবারও কলকাতা হাইকোর্টে যাওয়ার ভাবনা চিকিৎসকদের ৷

RG KAR DOCTORS RAPE AND MURDER
ডাক্তাদের ধরনার দিন বৃদ্ধির আবেদন খারিজ লালবাজারের ৷ (ইটিভি ভারত)

By ETV Bharat Bangla Team

Published : Dec 25, 2024, 8:57 PM IST

কলকাতা, 25 ডিসেম্বর: আরজি কর-কাণ্ডে অধরা বিচার ৷ তারই মধ্যে প্রমাণ লোপাটের মামলায় জামিন পেয়েছেন সন্দীপ ঘোষ এবং টালা থানার প্রাক্তন ওসি অভিজিৎ মণ্ডল ৷ এই পরিস্থিতিতে ধর্মতলায় ডোরিনা ক্রসিংয়ে লাগাতার ধরনা চালাচ্ছে সিনিয়র চিকিৎসকদের সংগঠন জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টর্স ৷ এবার সেই ধরনার দিন বৃদ্ধির আবেদন জানালো ডাক্তাররা ৷ তবে, বুধবার কলকাতা পুলিশের তরফে সেই আবেদন নাকচ করে দেওয়া হল ৷

বৃহস্পতিবার জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টর্সের এই ধরনার শেষদিন ৷ তাই ধরনার দিন বৃদ্ধির আবেদন জানিয়ে জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টর্স ইমেল পাঠিয়েছিল লালবাজারে ৷ কিন্তু পুলিশের তরফে ইমেলের জবাবে বলা হয়েছে, বেশ কিছু বাধ্যবাধকতার জন্য পুলিশ প্রশাসন সেই অনুমতি দিতে পারছেন না ৷ উল্লেখ্য, কলকাতা হাইকোর্টে অনুমতিতে ডোরিনা ক্রসিংয়ে সুবিচারের দাবিতে লাগাতার অবস্থান বিক্ষোভ ও ধরনা চালাচ্ছেন চিকিৎসকরা ৷

লালবাজারের জবাবি ইমেলে বলা হয়েছে, "কলকাতা হাইকোর্টের নির্দেশ অনুযায়ী, যতদিন পর্যন্ত ধরনা চালিয়ে যাওয়া মেয়াদ ছিল, ততদিনের বেশি ওই অস্থায়ী মঞ্চ রাখার অনুমতি দেওয়া যাবে না ৷" তবে, লালবাজারের সেই জবাবের প্রেক্ষিতে আবারও হাইকোর্টে যাওয়ার কথা ভাবছেন আন্দোলনকারী চিকিৎসকরা ৷ উল্লেখ্য, এরই মধ্যে আগামী 31 ডিসেম্বর ইংরেজি বর্ষবরণের আগে ফের রাত-দখলের কর্মসূচি ঘোষণা করা হয়েছে ৷

উল্লেখ্য, আরজি কর-কাণ্ডে ইতিমধ্যে মূল অভিযুক্ত সিভিক ভলান্টিয়ার সঞ্জয় রায়ের বিরুদ্ধে চার্জশিট জমা ও চার্জগঠনের পর, বিচার প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে ৷ এমনকি সম্প্রতি আরজি করের চারতলার সেমিনার হল অর্থাৎ, ঘটনাস্থলের ফরেন্সিক পরীক্ষার রিপোর্টও এসে গিয়েছে ৷ সিবিআইয়ের সেই ফরেন্সিক পরীক্ষার একটি রিপোর্টও সামনে এসেছে ৷ সূত্রের খবর সেই রিপোর্ট অনুযায়ী, সেমিনার হলের যেখানে নির্যাতিতার দেহ উদ্ধার হয়েছিল, সেখানে চিকিৎসক পড়ুয়ার সঙ্গে অপরাধ ঘটেনি ৷ যা প্রকাশ্যে আসতে হইচই পড়ে গিয়েছে ৷

গত 9 অগস্ট আরজি কর হাসপাতালের চারতলার সেমিনার হলে চিকিৎসক-পড়ুয়ার দেহ উদ্ধার হয় ৷ পরে জানা যায় তাঁকে ধর্ষণ করে খুন করা হয়েছে ৷ সেই ঘটনা তদন্তে নেমে কলকাতা পুলিশ এক সিভিক ভলান্টিয়ারকে গ্রেফতার করে ৷ পরে এই ঘটনা তদন্তকার চলে যায় সিবিআইয়ের এর হাতে।

ABOUT THE AUTHOR

...view details