ধূপগুড়ি, 25 অগস্ট: জয়েন্ট বিডিওর নাম করে দিনে দুপুরে প্রতারণার চেষ্টা! একাধিক পঞ্চায়েতের প্রধানকে ফোন করে টাকা চাওয়ার অভিযোগ ৷ ঘটনা প্রসঙ্গে জানাজানি হতেই চাঞ্চল্য ছড়িয়েছে ধূপগুড়িতে ৷
ভুয়ো ফোনে চাকরির টোপ (ইটিভি ভারত) অভিযোগ, শুক্রবার দুপুরে জয়েন্ট বিডিওর নাম করে একাধিক গ্রাম পঞ্চায়েতের প্রধানের কাছে ফোন যায় ৷ দাবি করা হয়, 34 হাজার টাকার ডিমান্ড ড্রাফট দিলে এলাকার 2 জনকে গ্রাম পঞ্চায়েত কিংবা ব্লক অফিসে কাজ দেওয়া হবে ৷ তবে এভাবে জয়েন্ট বিডিওর ফোন পেয়ে সন্দেহ হয় গ্রাম পঞ্চায়েতের প্রধানদের । এরপর তারা সরাসরি ধূপগুড়ির জয়েন্ট বিডিও সৌমদীপ বায়েনের সঙ্গে কথা বলেন । আর তাতেই পুরো বিষয়টি পরিস্কার হয়ে যায় ৷
ঘটনাটি শুনে হতবাক হয়ে যান খোদ জয়েন্ট বিডিও ৷ তিনি সাফ জানান এ ধরণের কোনও ফোন তিনি করেননি ৷ এরপর শনিবার জয়েন্ট বিডিও ধূপগুড়ি থানায় একটি লিখিত অভিযোগ করেন । ঘটনা প্রসঙ্গে সাংবাদিকদের তিনি বলেন, "আমার নাম করে বিভিন্ন গ্রাম পঞ্চায়েত এলাকার প্রধানদের ফোন করে দুজনকে কাজ দেওয়ার কথা বলা হয় । কাজের জন্য 34 হাজার টাকা ডিমান্ড ড্রাফটের কথাও বলা হয় । বিষয়টি প্রধানরা জানালে আমি ধূপগুড়ি থানায় লিখিত অভিযোগ দায়ের করেছি । কারণ, আমি তাঁদের ফোন করিনি ৷ এই টাকার বিনিময়ে এই ধরনের কোনও কাজের খবরও নেই । ফোনটা সম্পূর্ণ ভুয়ো ৷"
পাশাপাশি, তিনি সবাইকে অনুরোধ করেন অচেনা নম্বর থেকে ফোন আসলে সবাই যেন তা যাচাই করেন । ফোনে যে কোনও তথ্য শেয়ার না করেন ৷ এ দিকে, স্বাভাবিকভাবে খোদ জয়েন্ট বিডিওর নামে এভাবে প্রধানদের কাছে ফোন আসায় চাঞ্চল্য ছড়িয়েছে ধূপগুড়িতে ।