জলপাইগুড়ি, 23 অগস্ট: জলপাইগুড়ির পর্বতারোহীদের মনিরাং পর্বতশৃঙ্গ জয় ৷ নেচার অ্যান্ড ট্রেকার্স ক্লাবের জলপাইগুড়ির পর্বতারোহীরা পর্বতশৃঙ্গ জয় করেছেন ৷ গত বুধবার, 21 অগস্ট হিমাচলপ্রদেশের 21,625 ফুট উচ্চতা বিশিষ্ট দুর্গম মনিরাং শৃঙ্গে পর্বতারোহীরা জাতীয় পতাকা ওড়ালেন ৷ হিমাচলপ্রদেশের অন্যতম দুর্গম শৃঙ্গ - মনিরাং, যা লাহুল স্পিতি জেলার কাজা অঞ্চলে অবস্থিত ৷
21,625 ফুটের মনিরাং শৃঙ্গ জয় জলপাইগুড়ির পর্বতারোহী দলের ৷ (ইটিভি ভারত) শৃঙ্গ জয়কারী দলকে নেতৃত্ব দেন ভাস্কর দাস ৷ মোট 9 জন এই পর্বতারোহণের অভিযানে বেরিয়েছিলেন ৷ তবে, কেবল ভাস্কর দাস, জনক কোচ এবং বিজয় চক্রবর্তী মনিরাং পর্বতের শৃঙ্গে পৌঁছতে সফল হয়েছেন ৷ এই দলের গাইড ছিলেন হর্ষ ঠাকুর এবং রাকেশ ঠাকুর ৷ দলের বাকি সদস্যরা হলেন অমিত দাস, সুজয় বণিক, পার্থসারথি রায়, সৌম্যদীপ দাস, বিশাখা শর্মা এবং শম্পা সাহা ৷
বরফে ঢাকা পাহাড় ভেঙে প্রায় মাইনাস 15 ডিগ্রি তাপমাত্রায় 20 হাজার 400 ফুট উচ্চতায় পৌঁছনোর পর বিশাখা অসুস্থ হয়ে পড়েন ৷ ফলে তাঁকে বেস ক্যাম্পে ফেরত পাঠানো হয় ৷ পরবর্তী সময়ে বাকিরাও একে একে হাল ছেড়ে দেন ৷ শুধুমাত্র ভাস্কর দাস, জনক কোচ এবং বিজয় চক্রবর্তী দু’জন গাইডের সঙ্গে মনিরাংয়ের শৃঙ্গ স্পর্শ করেন ৷
নেচার অ্যান্ড ট্রেকার্স ক্লাবের পক্ষ থেকে জানানো হয়েছে, এবারের অভিযানে ক্লাবের অভিজ্ঞ পর্বতারোহীরা ছাড়াও, নতুন প্রতিভাবান পর্বতারোহীদের সুযোগ দেওয়া হয়েছিল ৷ গত 4 অগস্ট দেশের জাতীয় পতাকা এবং ক্লাবের পতাকা তুলে দেওয়া হয় অভিযাত্রী দলের হাতে ৷ 5 অগস্ট দলটি জলপাইগুড়ি থেকে দিল্লির উদ্দেশে রওনা দেয় ৷ সেখান থেকে মানালি হয়ে তারা 9 অগস্ট ‘মানে’ গ্রামে পৌঁছান ৷ যার উচ্চতা প্রায় 11 হাজার 700 ফুট ৷ এখানে পর্বতারোহী দলের সঙ্গে যুক্ত হন স্থানীয় পাঁচজন সহযোগী ৷
মনিরাং শৃঙ্গে বাঙালি পর্বতারোহী ৷ (নিজস্ব চিত্র) মানে গ্রাম থেকে 11 অগস্ট শুরু হয় অভিযানপর্ব ৷ 15 হাজার ফুট উচ্চতায় উঠে প্রথম ক্যাম্প করা হয় ৷ মূল শিবিরের উপর নির্ধারিত তিনটি পয়েন্টে শিবির করেন তাঁরা ৷ এরপর গত 21 অগস্ট 21 হাজার 625 ফুট উচ্চতার দুর্গম মনিরাং শৃঙ্গ জয় করেন বলে জানিয়েছেন পর্বতারোহী দলের নেতৃত্বে থাকা ভাস্কর দাস ৷ মোটা বরুফে স্তর, ঠান্ডা হাওয়া, তুষারপাত এবং দুর্গম হিমবাহের অজস্র ফাটল অতিক্রম করে অভিযাত্রীরা শৃঙ্গ জয় করেছেন বলে জানান তিনি ৷ উল্লেখ্য, নেচার অ্যান্ড ট্রেকার্স ক্লাব অফ জলপাইগুড়ি আয়োজিত এর আগের দশটি অভিযানই সফল হয়েছে ৷ এটি ছিল তাঁদের এগারো নম্বর পর্বতশৃঙ্গ জয় ৷ 2003 সালের পর, এটাই সবচেয়ে উঁচু পর্বত শৃঙ্গ অভিযান করল ক্লাবের সদস্যরা ৷