পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

খাতা না দেখেই রেজাল্ট প্রকাশ, বড় সিদ্ধান্তের পথে যাদবপুর বিশ্ববিদ্যালয় - JADAVPUR UNIVERSITY

কর্তৃপক্ষের কানে যেতেই তড়িঘড়ি বৈঠক যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ৷ সাংবাদিকতা বিভাগের রেজাল্ট প্রকাশের বিষয়ে কী সিদ্ধান্ত নিল কর্তৃপক্ষ ?

Jadavpur University
যাদবপুর বিশ্ববিদ্যালয় (ইটিভি ভারত)

By ETV Bharat Bangla Team

Published : Nov 19, 2024, 11:03 PM IST

যাদবপুর, 19 নভেম্বর: বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা বিভাগে বিস্ফোরক অভিযোগ উঠেছিল সোমবার । বলা হয়, প্রায় 50 জন পড়ুয়ার খাতা না দেখেই রেজাল্ট প্রকাশ করে দেওয়া হয়েছিল ৷ বিষয়টি কর্তৃপক্ষর কানে আসার পরই কড়া পদক্ষেপ নিল যাদবপুর বিশ্ববিদ্যালয় । সূত্রের খবর, অভিযুক্ত ওই অধ্যাপককে শোকজ করা হচ্ছে । এর পাশাপাশি ওই 50 জন পড়ুয়ার খাতা ফের দেখা হবে । ফলে যে সমস্যা তৈরি হয়েছিল তা অনেকাংশেই মীমাংসের দিকে বলে মনে করা হচ্ছে ।

যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা বিভাগের স্নাতকোত্তরের দ্বিতীয় সেমিস্টারের রেজাল্ট বহুদিন ধরে প্রকাশ করা হচ্ছিল না । যদিও রেজাল্ট প্রকাশ পায় তখন নম্বর নিয়ে একটা সন্দেহ হয়েছিল পড়ুয়াদের । তাই রিভিউ করতে দেওয়া হয় । নিয়ম অনুযায়ী বিশ্ববিদ্যালয়ের বাইরে থেকে শিক্ষক নিয়ে এসে খাতা আবার চেক করা হয় । কিন্তু সেখানে দেখা যায় 50টা খাতায় কোনও নম্বর নেই । এমনকি একটা পর্যন্ত পেনের দাগ পর্যন্ত নেই উত্তরপত্রগুলোতে ।

এই বিষয়টি জানার পরেই পড়ুয়াদের তরফে কর্তৃপক্ষর কাছে ডেপুটেশন জমা দেওয়া হয় । তারপরেই মঙ্গলবার যাদবপুর বিশ্ববিদ্যালয় একটি বৈঠক ডাকে । সেখানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ভাস্কর গুপ্ত, সাংবাদিকতা বিভাগের প্রধান এবং অভিযুক্ত অধ্যাপক । সূত্রের খবর, সেখানে তিনি জানান, এই নম্বর তিনি খাতায় লিখতে ভুলে গিয়েছেন । পার্শ্ববর্তী একটি জায়গায় সমস্ত হিসাব তিনি করেছেন । যদিও এর স্বপক্ষে কোনও যুক্তি তিনি দিতে পারেননি বলেই সূত্রের খবর ।

এরপরই ওই অভিযুক্ত অধ্যাপককে শো-কজ করার সিদ্ধান্ত নেওয়া হয় বৈঠকে । এমনটাই জানা গিয়েছে ৷ যদিও এই বিষয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ভাস্কর গুপ্ত বলেন, "আমি এই বিষয়ে কিছু বলব না । কারণ পুরো বিষয়টাই খুব গোপনীয় । তবে আমরা অভিযোগগুলি খুব গুরুত্ব দিয়ে খতিয়ে দেখছি ।"

ABOUT THE AUTHOR

...view details