পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

শুরুর কয়েক ঘণ্টা আগে স্থগিত আইএসসির রসায়ন পরীক্ষা, কবে হবে ? - পরীক্ষা স্থগিত

ISC Chemistry Exam: পরীক্ষা শুরুর মাত্র কয়েক ঘণ্টা আগে সোমবার স্থগিত করা হল আইএসসির রসায়ন পরীক্ষা ৷ বিজ্ঞপ্তি দিয়ে জানানো হল কবে হবে এই পরীক্ষাটি ৷

ISC Chemistry Exam
আইএসসি পরীক্ষা

By ETV Bharat Bangla Team

Published : Feb 26, 2024, 1:58 PM IST

Updated : Feb 26, 2024, 6:09 PM IST

কলকাতা, 26 ফেব্রুয়ারি:পরীক্ষা শুরু হতে বাকি ছিল মাত্র কয়েক ঘণ্টা ৷ তার আগেই নোটিশ দিয়ে স্থগিত রাখা হল আইএসসি বোর্ডের আজকের পরীক্ষা । আজ রসায়নের প্রথম পত্রের পরীক্ষা ছিল ৷ অনিবার্য কারণ দেখিয়ে এই পরীক্ষা স্থগিত রাখা হয়েছে বোর্ডের তরফে । বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে যে, 26 ফেব্রুয়ারি সোমবারের পরিবর্তে এই পরীক্ষাটি হবে 21 মার্চ বৃহস্পতিবার ৷ যদিও কেন আজকের পরীক্ষা স্থগিত রাখা হল তা এখনও স্পষ্ট নয় । বেলা 2টো থেকে শুরু হয় আইএসসি পরীক্ষা । সেই মতো রসায়নের প্রথম পত্রের পরীক্ষার জন্য ইতিমধ্যেই বহু পড়ুয়া কেন্দ্রে এসে পৌঁছয় এ দিন । তবে তারা কেন্দ্রে পৌঁছে জানতে পারে পরীক্ষা স্থগিত হয়ে যাওয়ার খবর ৷ এই খবরে পরীক্ষার্থীদের মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি হয় ৷

গত 12 ফেব্রুয়ারি থেকে আইএসসি পরীক্ষা শুরু হয়েছে, যা শেষ হবে 3 এপ্রিল । পরীক্ষার ফল প্রকাশ মে মাসে করবে বলে জানিয়েছে বোর্ড ৷ পরীক্ষা নিয়ে একাধিক নির্দেশিকা জারি করা হয়েছে ৷ পরীক্ষা শুরুর জন্য নির্ধারিত সময়ের পাঁচ মিনিট আগে কেন্দ্রে পৌঁছতে হবে । দেরি হলে তত্ত্বাবধায়ক পরীক্ষকের কাছে কারণ জানাতে হবে । ব্যতিক্রমী পরিস্থিতি ব্যতীত, কেউ আধ ঘণ্টার বেশি দেরি করলে তাকে পরীক্ষায় বসার অনুমতি দেওয়া হবে না । পরীক্ষা শুরুর আগে পরীক্ষার্থীদের জন্য দেওয়া নির্দেশনা মনোযোগ সহকারে পড়তে হবে ।

আইএসসির রসায়ন পরীক্ষা স্থগিত

দশম এবং দ্বাদশ শ্রেণির বোর্ড পরীক্ষার আপডেটের জন্য ভারতীয় স্কুল সার্টিফিকেট পরীক্ষার কাউন্সিলের অফিসিয়াল ওয়েবসাইটে শিক্ষার্থীদের নিয়মিত চেকিং করার পরামর্শ দেওয়া হয়েছে বোর্ডের পক্ষ থেকে ।

আরও পড়ুন:

  1. সূচি বদলে আগামী বছর 12 ফেব্রুয়ারি শুরু পরীক্ষা ; ঘোষণা মাধ্যমিক পর্ষদের
  2. সঙ্গে মোবাইল, আরও 7 জনের পরীক্ষা বাতিল উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের
  3. এবার ওএমআর শিটে হবে কেন্দ্রীয় সরকার অধীনস্ত বিশ্ববিদ্যালয়গুলির পরীক্ষা
Last Updated : Feb 26, 2024, 6:09 PM IST

ABOUT THE AUTHOR

...view details