শান্তিপুর, 29 ফেব্রুয়ারি: হয়ে গিয়েছিল রেজিস্ট্রি ম্যারেজ ৷ তারপরেও ভেঙে যায় প্রথম বিয়ে ৷ রাত পোহালেই ছিল দ্বিতীয় বিয়ের আশীর্বাদ ৷ তার আগেই নিজের সার্ভিস রিভলভার দিয়ে কপালে গুলি করে আত্মঘাতী হয়েছেন কলকাতা পুলিশের কনস্টেবল জয়ন্ত সরকার ৷ তাঁর বাড়ি নদিয়ার শান্তিপুর থানা বাবলা গ্রাম পঞ্চায়েতের বথনা এলাকায় । প্রাথমিক অনুমান, কোন বিষয়ে মানসিক অবসাদে ভুগছিলেন 28 বছরের এই যুবক । তার জেরেই এই আত্মহত্যার ঘটনা ঘটে থাকতে পারে ৷ তবে পরিবার বা বন্ধুরা এ ব্যাপারে নিশ্চিত করে কিছু বলতে পারেনি ৷
মৃতের পরিবারের সূত্রে খবর, পারিবারিক কোনো অশান্তি ছিল না জয়ন্তর । দিন কয়েক পরে তাঁর বিয়ে হওয়ার কথা ছিল । আগামিকাল ছিল সেই বিয়ের আশীর্বাদ । পরিবারের কাছে বুধবার গভীর রাতে কলকাতা পুলিশের তরফ থেকে ফোন করে দুর্ঘটনার খবর জানানো হয় । মৃত কনস্টেবলের ভাই বলরাম সরকার বলেন, "20 ফাল্গুন দাদার বিয়ে ঠিক হয়েছে ৷ আগামিকাল তাঁর আশীর্বাদ ছিল ৷ গতকাল রাত আটটার সময় দাদার সঙ্গে শেষ ফোনে কথা হয়েছে ৷ এরপর পুলিশের তরফে ফোন করে বলা হয় দাদার দুর্ঘটনা ঘটেছে ৷ কী হয়েছে কিছুই বলা হয়নি ৷ বাড়িতে কোনও অশান্তি ছিল না ৷ আজকে দাদার বিয়ের বাজার করারও কথা ছিল ৷"