পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

শিল্প সম্মেলনে পাহাড়ের দুই জেলায় 900 কোটির বিনিয়োগের প্রস্তাব - SYNERGY CONCLAVE

900 কোটির বিনিয়োগের প্রস্তাব দার্জিলিং ও কালিম্পং জেলায় ৷ আগামী কয়েক বছরে প্রায় সাড়ে 300 কোটি টাকার বিনিয়োগের সম্ভাবনার কথা জানান মন্ত্রী ৷

Investment proposals
900 কোটির বিনিয়োগের প্রস্তাব শিল্পপতিদের (নিজস্ব চিত্র)

By ETV Bharat Bangla Team

Published : Dec 11, 2024, 12:00 PM IST

শিলিগুড়ি, 11 ডিসেম্বর: পাহাড়ের দুই জেলায় 900 কোটি টাকার বিনিয়োগের প্রস্তাব দিল শিল্পপতিরা। তাছাড়াও দার্জিলিং ও কালিম্পং জেলায় আগামী কয়েক বছরে প্রায় সাড়ে 300 কোটি টাকার বিনিয়োগ আসতে পারে বলে আশাপ্রকাশ করলেন রাজ্যের ক্ষুদ্র, ছোট ও মাঝারি শিল্প দফতরের মন্ত্রী চন্দ্রনাথ সিনহা। যাতে করে এই দুই জেলায় অন্ততপক্ষে 50 হাজার মানুষের নতুন করে কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে বলে জানান তিনি।

মঙ্গলবার পাহাড়ের দুই টুইন শৈলরানির জেলার শিল্পোদ্যোগীদের নিয়ে আয়োজিত একদিবসীয় শিল্প বাণিজ্য সম্মেলন ‘‌সিনার্জি’তে এই সম্ভাবনার কথা ঘোষণা করা হয়। মন্ত্রী জানান, "এদিনের সম্মেলনে উদ্যোগপতিরা ইতিমধ্যে 900 কোটি টাকার বিনিয়োগের প্রস্তাব দিয়েছেন ৷ যা জেলার উন্নয়নে বড় ভূমিকা নেবে বলে মনে করা হচ্ছে।" শিলিগুড়ির মেয়র গৌতম দেব বলেন,‘"দার্জিলিং ও কালিম্পঙে অনেক সম্ভাবনা রয়েছে। বিশেষ করে ছোট মাঝারি শিল্পের ক্ষেত্রে। হোম-‌স্টে টুরিজম থেকে গার্মেন্টস ক্লাস্টার, ফুল থেকে খাদ্যপ্রক্রিয়াকরণে যথেষ্ট সম্ভাবনা রয়েছে। সেসব নিয়েই উদ্যোগপতিদের সঙ্গে বিস্তারিত আলোচনা হয়েছে। আরও সম্ভাবনা রয়েছে এবং সেসব বিষয়ে সরকার সঠিক সাহায্য করতে পারে।"

উল্লেখ্য, এর আগে আলিপুরদুয়ার, জলপাইগুড়ি এবং কোচবিহার এই তিন জেলার শিল্পোদ্যোগীদের নিয়ে সোমবার শিল্প ও বাণিজ্য সম্মেলন হয়েছে মাল মহকুমার বাতাবাড়ির একটি ট্যুরিস্ট লজে ৷ মঙ্গলবার আয়োজিত হল শিলিগুড়ির মৈনাক টুরিস্ট লজে। জানা গিয়েছে, আগামী 17 ডিসেম্বর পর্যন্ত সমস্ত জেলাকে নিয়ে রাজ্যজুড়ে শিল্প বাণিজ্য সম্মেলন অনুষ্ঠিত হবে। এদিন সিনার্জিতে মন্ত্রী চন্দ্রনাথ সিনহার পাশাপাশি শিলিগুড়ির মেয়র গৌতম দেব, সভাধিপতি অরুণ ঘোষ, ডেপুটি মেয়র রঞ্জন সরকার, দার্জিলিং ও কালিম্পং জেলার জেলাশাসক প্রীতি গোয়েল ও বালাসুব্রমনিয়াম টি-সহ অন্যান্য প্রশাসনিক আধিকারিক থেকে দুই জেলার শিল্পোদ্যগী থেকে ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।

এই দুই জেলায় ছোট বিনিয়োগের পাশাপাশি বেশ কয়েকটি বড় বিনিয়োগের সম্ভাবনা রয়েছে ৷ যার মধ্যে রয়েছে অন্তত তিনটি টি-‌রিসর্ট, একটি পদ্ম উৎপাদন হাব প্রকল্প গড়ার প্রস্তাব আসে। দাগাপুরের কাছে 33 একর জমিতে আইটিসি টি-‌রিসর্ট হবে। তাতে প্রাথমিকভাবে বিনিয়োগ 100 কোটি হলেও সেটা 200 কোটি ছাড়িয়ে যাবার সম্ভাবনা রয়েছে। রামনিবাস গ্রুপ আরও একটি টি-‌রিসর্ট গড়তে চলেছে পাহাড়ে। সেখানে 122 কোটি বিনিয়োগের কথা চলছে। লক্ষ্মণ টি কোম্পানি কালিম্পঙে 150 কোটি বিনিয়োগ করে আরও একটি টি-রিসর্ট গড়তে উদ্যোগী।

ABOUT THE AUTHOR

...view details