কোচবিহার, 22 জানুয়ারি:ভারত-বাংলাদেশ সীমান্তে উত্তেজনা প্রশমিত করতে গিয়ে ফের আক্রান্ত বিএসএফ ৷ বাংলাদেশ থেকে অনুপ্রবেশ রুখতে পাচারকারিদের হাতে আক্রান্ত নিরাপত্তারক্ষীর জওয়ানরা ৷ সোমবার গভীর রাতে কোচবিহারর দিনহাটার গিতালদহ এলাকায় ভারত-বাংলাদেশ নারায়ণগঞ্জ সীমান্তে ঘটনাটি ঘটেছে ৷ ঘটনায় আহত 90 ব্যাটেলিয়ানের কর্তব্যরত এক জওয়ান ৷
কাঁটাতার পেরিয়ে ভারতে প্রবেশের চেষ্টা করছিল কয়েকজন বাংলাদেশি ৷ বিষয়টি নজরে আসতেই তাদের বাধা দেন সীমান্তে নিরাপত্তার দায়িত্বে থাকা বিএসএফ জওয়ানরা ৷ সেই সময় নিরাপত্তারক্ষীদের লক্ষ্য় করে ঢিল ছুঁড়তে শুরু করে অনুপ্রবেশকারীরা ৷ তাতেই আহত হন একজন জাওয়ান ৷ তবে, প্রাথমিক চিকিৎসার পর তিনি সুস্থ আছেন ৷
সূত্রের খবর, পরে অনুপ্রবেশকারীদের সীমান্ত এলাকা থেকে সরাতে বিএসএফ জওয়ানরা গুলি চালান ৷ বিএসএফ-এর গুয়াহাটি ফ্রন্টিয়ারের এক আধিকারিক জানান, মঙ্গলবার রাতে বেশ কয়েকজন দুষ্কৃতী ভারতে প্রবেশের চেষ্টা করে ৷ বাধা দিলে জওয়ানদের উপর হামলা করে তারা ৷ একজন বিএসএফ জওয়ানের মাথায় চোট লেগেছে ৷ তবে দুষ্কৃতীরা ভারতে প্রবেশ করতে পারেনি বলে জানিয়েছেন তিনি ।