পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

রাজ্যে আরও কতদিন চলবে বৃষ্টি, জানাল আলিপুর আবহাওয়া দফতর - IMD Weather Forecasts in Bengal - IMD WEATHER FORECASTS IN BENGAL

IMD Weather Forecasts in West Bengal: আগামী কয়েকদিন রাজ্যে বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর হাওয়া অফিস ৷ এছাড়াও উত্তর বঙ্গোপসাগর এবং উত্তর ওড়িশা উপকুলে ঘণ্টায় 35 থেকে 45 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে । ঝোড়ো হাওয়ার গতিবেগ সর্বোচ্চ 55 কিলোমিটার হতে পারে । ফলে সমুদ্র উত্তাল হতে পারে। তাই মৎস্যজীবীবদের আগামিকাল পর্যন্ত সমুদ্রে না-যেতে বলা হয়েছে ৷

Heavy Rain Likely in Kolkata
কলকাতা-সহ দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস (ফাইল চিত্র)

By ETV Bharat Bangla Team

Published : Aug 19, 2024, 6:55 AM IST

কলকাতা, 19 অগস্ট:সকাল থেকে আকাশ মেঘলা থাকবে। কখনও ভারী, কখনও মাঝারি আবার কখনও হালকা ঝিরিঝিরি বৃষ্টিতে ভিজেছে বাংলা। শ্রাবণ শেষ হয়ে ভাদ্র পড়লেও রাজ্যে বৃষ্টি পরিস্থিতি চলছে ৷ আলিপুর আবহাত্তয়া দফতর জানিয়েছে, এই পরিস্থিতি আপাতত চলতি সপ্তাহের মাঝামাঝি পর্যন্ত চলবে ৷ আজ সোমবার দিনের আকাশ সাধারণত মেঘলা থাকবে ৷ বজ্রবিদ্যুৎ-সহ কয়েক পশলা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ৷ কলকাতা ও তার পার্শ্ববর্তী অঞ্চলে দিনের সর্বোচ্চ তাপমাত্র 30 ডিগ্রি এবং সর্বনিম্ন তাপমাত্রা 26 ডিগ্রির আশেপাশে থাকবে।

রাজ্যে আরও কয়েকদিন বৃষ্টির কারণ নিম্নচাপ ক্ষেত্রটি বাংলাদেশ এবং তৎপ্বার্শবর্তী অঞ্চলে অবস্থান করছে ৷ নিম্নচাপ ক্ষেত্রের সঙ্গে যে চক্রবৎ ঘুর্ণাবর্তটি রয়েছে, তা সমুদ্রপৃষ্ঠের ওপরে 5.8 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত ৷ এই চক্রবৎ ঘূর্নাবর্তটি ধীরে ধীরে উত্তর ও উত্তর-পশ্চিমে অগ্রসর হবে এবং এটি সুষ্পষ্ট নিম্নচাপ ক্ষেত্রে পরিণত হবে ৷ এই নিম্নচাপ ক্ষেত্রটির আজ অবস্থান করবে বাংলাদেশ এবং তৎপ্বার্শবর্তী গাঙ্গেয়বঙ্গে। এরপর তা পশ্চিম ও উত্তর-পশ্চিমে আগামী তিন চারদিনে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, ঝাড়খণ্ড এবং তৎপ্বার্শবর্তী বিহার, উত্তরপ্রদেশ ও তৎপ্বার্শবর্তী মধ্যপ্রদেশের ওপর দিয়ে অতিক্রম করবে ৷ পাশাপাশি যে মৌসুমী অক্ষরেখা সমুদ্র পৃষ্ঠের উচ্চতায় রয়েছে, সেটি বর্তমানে বিকানের, সিকার, ওরাই, সিধি, রাঁচির ওপর দিয়ে অতিক্রম করে দক্ষিণ বাংলাদেশ এবং তৎপ্বার্শবর্তী অঞ্চলে সৃষ্ট নিম্নচাপ ক্ষেত্রের দিকে যাচ্ছে ৷ এর ফলে বৃষ্টি পরিস্থিতি রয়েছে পাহাড় এবং সমতলে ৷

21 তারিখ বুধবার পর্যন্ত এই বৃষ্টি পরিস্থিতি চলবে ৷ ভারী থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে কলকাতা, দুই 24 পরগনা, হাওড়া, হুগলি, নদীয়া, পূর্ব বর্ধমানে ৷ ভারী বৃষ্টি হতে পারে মুর্শিদাবাদ, বাঁকুড়া, বীরভূম, নদীয়া, হুগলি ও দুই বর্ধমানে ৷ আগামিকাল অতিভারী বৃষ্টি হতে পারে পুরুলিয়া, বীরভূম ও পশ্চিম বর্ধমানের কয়েকটি জায়গায়। এছাড়া দক্ষিণবঙ্গের বাকি জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে ৷ বুধবার অতিভারী বৃষ্টি হতে পারে পশ্চিম বর্ধমান, বীরভূম, পুরুলিয়া ও মুর্শিদাবাদের জেলার কিছু অংশে। দক্ষিণবঙ্গের বাকি জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে।

উত্তরবঙ্গের সর্বত্র হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামিকাল এবং বুধবার দুই দিনাজপুর এবং মালদায় হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। ভারী বৃষ্টি হবে ওপরের পাঁচটি জেলায়। বুধবার ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার এবং মালদায়।
এই পরিস্থিতিতে সমুদ্রে উত্তর বঙ্গোপসাগর এবং উত্তর ওড়িশা উপকুলে ঝোড়ো হাওয়া ঘণ্টায় 35 থেকে 45 কিলোমিটার বেগে বইতে পারে। সর্বোচ্চ 55 কিলোমিটার হতে পারে ঝোড়ো হাওয়ার গতিবেগ। ফলে সমুদ্র উত্তাল হতে পারে। তাই মৎস্যজীবীবদের আগামিকাল পর্যন্ত সমুদ্রে না-যেতে বলা হয়েছে।

রবিবার কলকাতা এবং তৎপ্বার্শবর্তী অঞ্চলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 31 ডিগ্রি সেন্টিগ্রেড, যা স্বাভাবিকের থেকে 0.9 ডিগ্রি নীচে। সর্বনিম্ন তাপমাত্রা ছিল 26.6 ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের চেয়ে 0.1 ডিগ্রি বেশি। বাতাসে আপেক্ষিক আর্দ্রতা ছিল সর্বোচ্চ 97 শতাংশ এবং সর্বনিম্ন 78 শতাংশ। গত 24 ঘণ্টায় বৃষ্টিপাতের পরিমাণ 57 মিলিমিটার।

ABOUT THE AUTHOR

...view details