কলকাতা, 27 সেপ্টেম্বর: সময়ের আগে বঙ্গে বর্ষার প্রবেশ ঘটলেও বিদায় বিলম্বিত হতে চলেছে ৷ ফলে অক্টোবর মাসের দ্বিতীয় সপ্তাহ নয়, বর্ষার এবার বাংলা থেকে পাততাড়ি গোটাতে আশ্বিন পেরিয়ে কার্তিক মাস হয়ে যাবে ৷ ফলে বৃষ্টি পরিস্থিতি বাঙালির সবচেয়ে বড় উৎসব দূর্গাপুজোতেও ৷
ভারতের মৌসম ভবন জানিয়েছে, অক্টোবর মাসেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে পূর্ব ভারতে ৷ বাংলায় অক্টোবরের প্রথম সপ্তাহ এবং দ্বিতীয় সপ্তাহে স্বাভাবিকের তুলনায় বেশি বৃষ্টির সম্ভাবনা। তার ফলে বৃষ্টি পুজো মাটি করে দিতে পারে বলে আশঙ্কা করছেন আবহাওয়াবিদরা। 26 সেপ্টেম্বর থেকে 30 সেপ্টেম্বর রাজ্যে বৃষ্টি টানলেও 1 অক্টোবর থেকে তা বাড়বে বলে জানাচ্ছে আবহাওয়া দফতর ।
অক্টোবরের শুরুতেই ফিরবে বৃষ্টির দাপট (ইটিভি ভারত) আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাঞ্চলীয় অধিকর্তা সোমনাথ দত্ত বলেন, “দুর্গাপুজোয় বৃষ্টির সম্ভাবনা থাকছেই। বাংলা থেকে বর্ষা বিদায় নিচ্ছে না পুজোর আগে।” শুক্রবার সাধারণত দিনের আকাশ মেঘলা থাকবে ৷ রাজ্যে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ কয়েক পশলা বৃষ্টির সম্ভাবনা। আজ কলকাতা ও পার্শ্ববর্তী অঞ্চলে দিনের সর্বোচ্চ তাপমাত্রা 30 ডিগ্রি এবং সর্বনিম্ন 25 ডিগ্রির আশেপাশে থাকবে ৷
হাওয়া অফিস জানিয়েছে, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে বৃহস্পতিবার থেকেই বৃষ্টির পরিমাণ কমতে শুরু করেছে ৷ আগামী চারদিনে বেশ কিছু জেলাতে আবহাওয়ার উন্নতির সম্ভাবনা রয়েছে ৷ আগামী 24 ঘণ্টায় ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে পশ্চিমের বেশ কিছু জেলাতে ৷ বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদে বৃষ্টির সম্ভাবনা বেশি ৷ তবে শনি ও রবিবার আবহাওয়ার অনেকটাই উন্নতি। বৃষ্টির সম্ভাবনা কম থাকবে।
আজও বৃষ্টির আশঙ্কা উত্তরবঙ্গে ৷ আগামী 24 ঘণ্টায় দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার জেলায় ভারী বৃষ্টি হতে পারে ৷ অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে কোচবিহারে। ভারী বৃষ্টি হতে পারে মালদা এবং উত্তর ও দক্ষিণ দিনাজপুরে ৷ শনিবার থেকে আবহাওয়ার উন্নতি হবে উত্তরবঙ্গেও। সেপ্টেম্বরের শেষ দিকে বৃষ্টি কমলেও অক্টোবর মাসের প্রথম সপ্তাহ থেকেই বৃষ্টি বাড়ার সম্ভাবনা রাজ্যে। অক্টোবর মাসের মাঝামাঝি পর্যন্ত হালকা থেকে মাঝারি, কখনও ভারী বৃষ্টি হতে পারে ৷ অক্টোবর মাসের 15 তারিখের পর বৃষ্টি কমতে পারে ৷ কারণ তারপর বর্ষা বিদায় নিতে পারে বাংলা থেকে।
বৃহস্পতিবার কলকাতা এবং তার পার্শ্ববর্তী অঞ্চলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 28 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে 4.5 ডিগ্রি কম ৷ সর্বনিম্ন তাপমাত্রা 28.9 ডিগ্রি সেলসিয়াস ৷ স্বাভাবিকের তুলনায় 1.3 ডিগ্রি কম ৷ বাতাসে আপেক্ষিক আর্দ্রতা ছিল সর্বোচ্চ 98 শতাংশ এবং সর্বনিম্ন 95 শতাংশ। গত 24 ঘণ্টায় বৃষ্টির পরিমাণ 56.3 মিলিমিটার।