পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

বঙ্গোপসাগরে ঘনীভূত হচ্ছে ঘূর্ণিঝড় দানা, দক্ষিণবঙ্গে প্রবল দুর্যোগের আশঙ্কা - WEST BENGAL WEATHER UPDATE

বঙ্গোপসাগরে ঘনীভূত হচ্ছে ঘূর্ণিঝড় দানা ৷ এর প্রভাবে রাজ্যের উপকূলীয় অঞ্চলে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস ৷

Weather Forecast
ঘূর্ণিঝড় দানা বয়ে যাবে পশ্চিমবঙ্গের উপর দিয়ে (ফাইল চিত্র)

By ETV Bharat Bangla Team

Published : Oct 22, 2024, 8:03 AM IST

কলকাতা, 22 অক্টোবর: হেমন্তে বঙ্গের আকাশে দুর্যোগের ঘনঘটা ৷ আবহাওয়াবিদদের মতে, বর্ষা বিদায়ের পরবর্তী পর্বে সাগরে ঘূর্ণিঝড় সংগঠিত হওয়ার জোরালো সম্ভাবনা থাকে ৷ সেই পূর্বাভাসই রেশে সাগরে ঘনীভূত হচ্ছে নিম্নচাপ ৷ তার জেরেই ঘনীভূত হচ্ছে প্রবল ঘূর্ণিঝড় ৷

হাওয়া অফিস জানিয়েছে, মঙ্গলবার থেকেই দুর্যোগের পরিস্থিতি তৈরি হচ্ছে সাগরে ৷ নিম্নচাপ পরিণত হবে গভীর নিম্নচাপে ৷ 23 অক্টোবর এই গভীর নিম্নচাপ ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে ৷ ঘণ্টায় 120 কিলোমিটার বেগে ধেয়ে আসতে পারে ঘূর্ণিঝড় দানা ৷ এর প্রভাবে অতিভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় ৷ চলতি সপ্তাহে দুর্যোগের সাতদিনে পরিণত হতে চলেছে ৷ এই ঘূর্ণিঝড়ের নাম 'দানা' ৷ কাতার এই নামকরণ করেছে ৷ আরবি ভাষায় 'দানা'র অর্থ সুন্দর মুক্তো ৷

দক্ষিণবঙ্গে প্রবল দুর্যোগের আশঙ্কা (ইটিভি ভারত)

আবহাওয়া দফতরের অধিকর্তা হাবিবুর রহমান বিশ্বাস বলেন, "যে নিম্নচাপ ক্ষেত্রটি সোমবার সকালে পূর্ব-মধ্য বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন উত্তর বঙ্গপোসাগরে দেখা গিয়েছে, তা পূর্বাভাস অনুযায়ী উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়েছে ৷ তা সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হয়েছে ৷ এর অবস্থান বর্তমানে পূর্ব-মধ্য বঙ্গোপসাগরে ৷ এই সুস্পষ্ট নিম্নচাপ ক্ষেত্রটি পশ্চিম এবং উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে আজ 22 অক্টোবর সকালে গভীর নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা হবে ৷ এরপর আগামিকাল অর্থাৎ 23 অক্টোবর আরও একটু শক্তি বাড়িয়ে পূর্ব-মধ্য বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে ৷"

ঘূর্ণিঝড় দানার গতিপথ ও বেগ

বঙ্গোপসাগরে তৈরি হওয়া এই ঘূর্ণিঝড়ের গতিপথ নিয়ে হাওয়া অফিসের অধিকর্তা বলেন, "তারপর তা উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হবে ৷ 24 অক্টোবর সকালে পৌঁছবে ওড়িশা এবং পশ্চিমবঙ্গ উপকূলে ৷ এরপর উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হওয়া অব্যাহত রেখে এই ঘূর্ণিঝড়টি 24 অক্টোবর রাত এবং 25 অক্টোবর সকালের মধ্যে অতিক্রম করবে উত্তর ওড়িশা ও পশ্চিমবঙ্গ উপকূলের পুরী ও সাগরদ্বীপের উপর দিয়ে ৷ ঘূর্ণিঝড়ের গতিবেগ ঘণ্টায় 100 থেকে 110 কিলোমিটার হতে পারে ৷ দমকা হাওয়ার গতিবেগ সর্বোচ্চ হতে পারে ঘণ্টায় 120 কিলোমিটার ৷"

এর প্রভাবে 23 অক্টোবর দক্ষিণবঙ্গের সর্বত্র হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে ৷ বিক্ষিপ্তভাবে কোথাও কোথাও ভারী বৃষ্টিও হতে পারে ৷ 24 অক্টোবর এবং 25 অক্টোবর ভারী থেকে অতিভারী বৃষ্টিপাত এমনকী অত্যন্ত ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা দুই চব্বিশ পরগনা, দুই মেদিনীপুর, হাওড়া, হুগলী, কলকাতা বাঁকুড়া জেলায় । এই ঘনায়মান ঘূর্ণিঝড় দানার কারণে সমুদ্র উত্তাল থাকবে ৷ তাই 21 অক্টোবর থেকে 25 অক্টোবর পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে না যেতে বলা হয়েছে ৷ যাঁরা গিয়েছেন, তাঁদের ফিরে আসার নির্দেশ ইতিমধ্যেই জারি করা হয়েছে ৷ এই ঘূর্ণিঝড় এবং তার প্রভাবে ভারী থেকে অতিভারী বৃষ্টিতে নিচু জায়গায় জল জমার সম্ভাবনা রয়েছে ৷ মাটির বাড়ি বা অস্থায়ী ছাউনি ভেঙে পড়ার আশঙ্কা রয়েছে ৷

সোমবার কলকাতা এবং তার সংলগ্ন অঞ্চলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 31 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে 1.4 ডিগ্রি কম ৷ সর্বনিম্ন তাপমাত্রা ছিল 24.8 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে 0.6 ডিগ্রি বেশি ৷ বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ 94 শতাংশ, সর্বনিম্ন 61 শতাংশ ৷ আজ মঙ্গলবার দিনের আকাশ আংশিক মেঘলাই থাকবে ৷ সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা 32 ডিগ্রি এবং 25 ডিগ্রির কাছাকাছি ঘোরাফেরা করবে ৷

ABOUT THE AUTHOR

...view details