কলকাতা, 4 সেপ্টেম্বর:রাজ্যে মহিলাদের উপর ক্রমাগত অত্যাচার এবং আরজি কর হাসপাতালের নির্যাতিতার বিচারের দাবিতে এদিন বিজেপির ডাকে ধর্মতলায় ধর্না অবস্থানের সপ্তম দিন। বুধবার ধর্না অবস্থানের মঞ্চ থেকে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার ঘোষণা করেন, 'মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রীর পদ থেকে সরে গেলে আমিও মন্ত্রিত্ব পদ ছেড়ে দেব।'
মন্ত্রিত্ব ছেড়ে দেব: সুকান্ত মজুমদার (ইটিভি ভারত) এদিন একই সঙ্গে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ রাত ৷ কারণ, 14 অগস্টের পর এদিন ফের রাজ্য আরও একটা রাত দখলের ডাক দেওয়া হয়েছে ৷ এই প্রসঙ্গে এদিন বিজেপি রাজ্যে সভাপতি সুকান্ত মজুমদার জানান, জুনিয়ার চিকিৎসকদের ডাকে এদিন রাত 9টা থেকে রাত 10টা পর্যন্ত বিজেপির ধর্না মঞ্চের বাতি নিভিয়ে মাটির প্রদীপ বা মোমবাতি জ্বালিয়ে আন্দোলনকারীদের সমর্থন জানানো হবে ৷
এমনকী এদিন ফের রাজ্যের বিভিন্ন জায়গায় সাধারণ মানুষ থেকে শুরু করে চিকিৎসক এবং স্বাস্থ্য কর্মীদের সঙ্গে আন্দোলনে সামিল হয়েছেন। আর সেই আন্দোলনের পাশাপাশি এদিন বিজেপি কর্মীরাও বিভিন্ন জায়গায় আলো হাতে পথে নেমে বিচারের দাবিতে সরব হবে।
এদিনই অবশ্য কুণাল ঘোষ দাবি করেছেন, "আগামিকাল সুপ্রিমকোর্টে সিবিআই পরিস্কার করুক যে একমাত্র সঞ্জয় রায় দোষী নাকি এর সঙ্গে আরও কেউ যুক্ত রয়েছে।" যার উত্তরে সুকান্ত মজুমদার তীব্র কটাক্ষ করেছেন ৷ সুকান্ত বলেন, "কুণাল ঘোষের মামা বাড়ি নাকি ? আদালত সিবিআইয়ের কাছে যেটা জানতে চাইবে সেটাই তারা জানাবে ৷ আদালত যেমন ভাবে বলবে তেমনভাবেই সিবিআই কাজ করবে।"
সুকান্ত আরও বলেন, "কুণাল ঘোষকেই তো সিবিআই এক সময় গ্রেফতার করেছিল এবং তারপরে তাঁর সাড়ে তিন বছরের জেলও হয়েছিল। ওই পরিবার কে আগেই চাকরি দিলে পারতেন তাহলে তাকে অন্য কোথাও চাকরি করতে গিয়ে ভাবে মারা যেতে হত না। উত্তরবঙ্গের স্বাস্থ্য নেক্সাস-এর সঙ্গে যুক্ত এই বীরুপাক্ষ বিশ্বাস থেকে শুরু করে অভিক দে। কাকদ্বীপ হাসপাতালের মানুষজন প্রবেশ পর্যন্ত করতে দেন না।" সুখেন্দুশেখর রায়ের ইঙ্গিতপূর্ণ টুইট পোস্ট করেছেন এদিন ফের। এই বিষয় সুকান্ত মজুমদার বলেন, "বিজেপি তাঁর এই পোস্টের সঙ্গে সমর্থন জানাচ্ছে।"