পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

ভাঙড়ে ফের ভাঙন আইএসএফে, কয়েক'শো কর্মী যোগ দিল তৃণমূলে - BHANGAR TMC

ক্যানিং পূর্বের তৃণমূল বিধায়ক শওকত মোল্লা জানান, কাউকে ভয় দেখিয়ে কেউ আনেনি ৷

BHANGAR TMC
ভাঙড়ে ফের ভাঙন আইএসএফে (নিজস্ব চিত্র)

By ETV Bharat Bangla Team

Published : Feb 20, 2025, 5:16 PM IST

ভাঙড়, 20 ফেব্রুয়ারি: 26-এর বিধানসভা নির্বাচনের আগে বড়সড় ভাঙন আইএসএফ-এ ৷ নওশাদ সিদ্দিকীর দল ভাঙিয়ে কয়েক'শো কর্মীকে নিজেদের ঘরে নিয়ে এসেছে রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেস। ভয় দেখিয়ে কিছু করা হয়নি বলেও দাবি তৃণমূলের ৷

ভাঙড় বিধানসভা থেকে প্রায় 500-এরও বেশি আইএসএফ নেতা-কর্মীরা তৃণমূলে যোগদান করেছে ৷ ভাঙড়ে আবারও আইএসএফ-এ ভাঙন। এবার পোলেরহাট-2 অঞ্চল থেকে প্রায় 500 জন আইএসএফ নেতা-কর্মী যোগ দিয়েছে তৃণমূলে। বুধবার রাতে পাকাপোলের একটি অনুষ্ঠানে আইএসএফ অঞ্চল সভাপতি আব্বাস মোল্লা-সহ প্রায় কয়েক'শো জন আইএসএফ কর্মী সমর্থক যোগ দেয় তৃণমূলে। ক্যানিং পূর্বের বিধায়ক শওকত মোল্লার হাত ধরেই যোগ দেয়। এদিন এই যোগদান অনুষ্ঠানে শওকত মোল্লা ছাড়াও উপস্থিত ছিলেন তৃণমূল নেতা খাইরুল ইসলাম, মহাসিন গাজী-সহ অন্যান্যরা ৷

ক্যানিং পূর্বের তৃণমূল বিধায়ক শওকত মোল্লা জানান, কাউকে ভয় দেখিয়ে কেউ আনেনি ৷ যারা এদিন তৃণমূলে ফিরল তাঁদের সবাইকে নিয়ে পোলেরহাট 2-এ ঐক্যবদ্ধভাবে তৃণমূল শক্তিশালী হবে বলেও জানান তিনি। অন্যদিকে, তৃণমূলের উন্নয়নের প্রতি আস্থা রেখে যোগ দিয়েছেন বলে জানিয়েছেন আব্বাস মোল্লা-সহ অনান্য আইএসএফ নেতা-কর্মীরা।

লোকসভা ভোটের পর ভাঙড়ের বিভিন্ন জায়গা থেকে আইএসএফ ছেড়ে তৃণমূলের যোগদান করছেন আইএসএফ সমর্থকরা। সে বিষয়ে দিন কয়েক আগেই আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী জানিয়েছিলেন, ভয় দেখিয়ে তাদেরকে দলে টানা হচ্ছে। ভোটের সময় সকলেই আইএসএফেই ভোট দেবে তারা। সেই কথার পরিপ্রেক্ষিতে এদিন শওকত মোল্লা বলেন, "তৃণমূল কংগ্রেস বিপুল ভোটে জয় পাবে ভাঙড়ে। কারা কী পাগালোর মত বলছে তাতে কিছু যায় আসে না।"

ABOUT THE AUTHOR

...view details