বাগুইআটি, 3 জুন: পরিত্যক্ত বাড়ির জঞ্জাল থেকে কঙ্কাল উদ্ধার বাগুইআটিতে । ব্যাগের ভিতর থেকে কঙ্কালটি উদ্ধার করে বাগুইআটি থানার পুলিশ ৷ ঘটনাটি ঘটেছে সোমবার বাগুইআটির জর্দা বাগান এলাকায় ৷ ব্যাগের মধ্যে কঙ্কাল উদ্ধার ঘিরে এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে ৷ গোটা বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ ।
জানা গিয়েছে, রাস্তা দিয়ে যাওয়ার সময় এ দিন সকালে ওই পরিত্যক্ত বাড়ির জঞ্জালে একটি ব্যাগ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা ৷ সেটি দেখে তাঁদের সন্দেহ হয় ৷ কাছে যেতেই তার মধ্যে মাথার খুলি ও হাড় দেখতে পান এলাকাবাসীরা । পুলিশকে খবর দেন স্থানীয়রাই । ঘটনাস্থলে আসে বাগুইআটি থানার পুলিশ । পুলিশের সঙ্গে এফএসএলের দলও আসে এ দিন ঘটনাস্থলে ৷ তারাই ব্যাগ সমেত বস্তায় বেঁধে মাথার খুলি ও হাড় উদ্ধার করে নিয়ে যায় ।
এগুলো মানুষের মাথার খুলি আর হাড় কি না তা নিশ্চিত করতে ফরেনসিক পরীক্ষার জন্য পাঠিয়েছে পুলিশ ৷ পাশাপাশি মাথার খুলি ও হাড়গুলি কত পুরনো এবং সেগুলি মহিলা না পুরুষের তা জানার চেষ্টা করছেন তদন্তকারী আধিকারিকেরা ৷ ফরেনসিক পরীক্ষার রিপোর্ট এলেই এগুলি সব পরিষ্কার হবে ৷ তবে তার আগে কে বা কারা ঘটনাস্থলে ব্যাগটি ফেলে গেল সে বিষয়েও জানার চেষ্টা করছে পুলিশ ৷ এর জন্য আশেপাশের এলাকার সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেছেন তদন্তকারীরা ৷ ওই পরিত্যক্ত বাড়িতে কারা থাকত তারও খোঁজ চালাচ্ছে পুলিশ ৷ প্রয়োজনে তাঁদের ডেকেও জিজ্ঞাসাবাদ করা হতে পারে ৷ ঘটনা সম্পর্কে আরও তথ্য জানতে আশেপাশের বাসিন্দাদের সঙ্গেও কথা বলছেন পুলিশ আধিকারিকরা ৷