জলপাইগুড়ি, 16 জুন: তীব্র গরমে পুড়ছে দক্ষিণবঙ্গ ৷ অন্যদিকে বৃষ্টিপাতের রেকর্ড গড়ল উত্তরবঙ্গের আলিপুরদুয়ার জেলা । গত 24 ঘণ্টায় হাসিমারাতে 254.1 মিলিমিটার ও আলিপুরদুয়ারে 230.2 মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে । যা এ বছরের ইতিহাসে উত্তরবঙ্গ ও সিকিমের জেলাগুলির মধ্যে সর্বাধিক বৃষ্টিপাত, জানিয়েছে হাওয়া অফিস ৷ আবহাওয়া দফতরের তরফে বৃষ্টিপাতের পূর্বাভাস ছিল ৷ সেই অনুযায়ী আলিপুরদুয়ারে ভারী বৃষ্টিপাত হয়েছে । গত সপ্তাহ সিকিমের মঙ্গনে এই মরশুমের এখন পর্যন্ত একদিনে সর্বাধিক 220 মিলিমিটার বৃষ্টিপাত হয়েছিল । আগেই আলিপুরদুয়ার ও জলপাইগুড়ি জেলায় ভারি বৃষ্টিপাতের লাল সতর্কতা জারি করা হয়েছিল ।
গত 24 ঘণ্টায় আলিপুরদুয়ার ও হাসিমারা ছাড়াও চেপানে 211.6 মিলিমিটার, বারোবিশাতে 231.6 মিলিমিটার, কুমারগ্রামে 104.2 মিলিমিটার, বক্সায় 117.2 মিলিমিটার, ফালাকাটাতে 110 মিলিমিটার, জলপাইগুড়ি জেলার মূর্তিতে 123.2 মিলিমিটার, ডায়নাতে 142.6 মিলিমিটার, নাগরাকাটাতে 138.2 মিলিমিটার বৃষ্টি হয়েছে ৷