পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

দক্ষিণ পুড়লেও ভিজেই চলেছে উত্তর, রেকর্ড বৃষ্টি আলিপুরদুয়ারে - Rains in Alipurduar

Record Rain in Alipurduar: হাসিমারাতে 254.1 মিলিমিটার ও আলিপুরদুয়ারে 230.2 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে ৷ এ বছরের উত্তরবঙ্গ ও সিকিমের জেলাগুলির মধ্যে সর্বাধিক বৃষ্টিপাত হল আলিপুরদুয়ার জেলার এই দুটি জায়গায় ।

Rains in Alipurduar
রেকর্ড বৃষ্টি আলিপুরদুয়ারে (নিজস্ব ছবি)

By ETV Bharat Bangla Team

Published : Jun 16, 2024, 1:14 PM IST

জলপাইগুড়ি, 16 জুন: তীব্র গরমে পুড়ছে দক্ষিণবঙ্গ ৷ অন্যদিকে বৃষ্টিপাতের রেকর্ড গড়ল উত্তরবঙ্গের আলিপুরদুয়ার জেলা । গত 24 ঘণ্টায় হাসিমারাতে 254.1 মিলিমিটার ও আলিপুরদুয়ারে 230.2 মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে । যা এ বছরের ইতিহাসে উত্তরবঙ্গ ও সিকিমের জেলাগুলির মধ্যে সর্বাধিক বৃষ্টিপাত, জানিয়েছে হাওয়া অফিস ৷ আবহাওয়া দফতরের তরফে বৃষ্টিপাতের পূর্বাভাস ছিল ৷ সেই অনুযায়ী আলিপুরদুয়ারে ভারী বৃষ্টিপাত হয়েছে । গত সপ্তাহ সিকিমের মঙ্গনে এই মরশুমের এখন পর্যন্ত একদিনে সর্বাধিক 220 মিলিমিটার বৃষ্টিপাত হয়েছিল । আগেই আলিপুরদুয়ার ও জলপাইগুড়ি জেলায় ভারি বৃষ্টিপাতের লাল সতর্কতা জারি করা হয়েছিল ।

গত 24 ঘণ্টায় আলিপুরদুয়ার ও হাসিমারা ছাড়াও চেপানে 211.6 মিলিমিটার, বারোবিশাতে 231.6 মিলিমিটার, কুমারগ্রামে 104.2 মিলিমিটার, বক্সায় 117.2 মিলিমিটার, ফালাকাটাতে 110 মিলিমিটার, জলপাইগুড়ি জেলার মূর্তিতে 123.2 মিলিমিটার, ডায়নাতে 142.6 মিলিমিটার, নাগরাকাটাতে 138.2 মিলিমিটার বৃষ্টি হয়েছে ৷

অন্যদিকে সেবকে 112.4 মিলিমিটার, গাজোলডোবায় 106.2 মিলিমিটার, বাগরাকোটে 78.2 মিলিমিটার, চম্পাসারিতে 96.2 মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে বলে জানা গিয়েছে জলপাইগুড়ি আঞ্চলিক আবহাওয়া দফতর সূত্রে । সিকিম রাজ্যের গ্যাংটক,পোকয়ং, মঙ্গন নামচি জেলায় তেমন বৃষ্টিপাত হয়নি। গ্যাংটকে 06.2 মিলিমিটার, মঙ্গনে 35.4 মিলিমিটার, খানিটারে 25 মিলিমিটার বৃষ্টি হয়েছে । অন্যদিকে দার্জিলিংয়ে 41.2 মিলিমিটার ও কালিম্পং 52.4 মিলিমিটার এবং পেডংয়ে 42.0 মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে ।

জলপাইগুড়ি আঞ্চলিক আবহাওয়া অফিস থেকে জানানো হয়েছে, 16 ও 17 জুন জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহার জেলার বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাত হবে । সেই কারণে আবহাওয়া দফতরের পক্ষ থেকে লাল সতর্কতা জারি করা হয়েছে । 7-20 সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে বলে জানানো হয়েছে । এছাড়া দার্জিলিং ও কালিম্পং জেলায় কমলা সতর্কতা জারি করা হয়েছে । উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর ও মালদায় হলুদ সতর্কতা জারি রয়েছে ।

ABOUT THE AUTHOR

...view details