কলকাতা, 21 এপ্রিল: 'রুদ্র গগন উষ্ণ পবন, বৈশাখে আজ অতিষ্ঠ জীবন...' ৷ প্রখর রোদের তেজ যেভাবে বাড়ছে ত্রাহি ত্রাহি অবস্থা বাংলার ৷ এই অবস্থা থেকে এখনই মিলছে না মুক্তি ৷ রবিবারই বেশ কিছু জেলায় লাল সতর্কতা আগেই জারি করেছিল আলিপুর আবহাওয়া দফতর ৷ পাশাপাশি 25 তারিখ পর্যন্ত রাজ্যের বিভিন্ন জেলায় কমলা ও হলুদ সতর্কতা জারি করেছে হাওয়া অফিস ৷
হাওয়া অফিসের তরফে প্রকাশিত বিজ্ঞপ্তিতে কোন কোন জেলায় লাল সতর্কতা, কোন জেলায় কমলা ও হলুদ সতর্কতা জারি করা হয়েছে, তা জানানো হয়েছে ৷ রবিবার পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমান, ঝাড়গ্রাম ও বাঁকুড়ার বেশ কিছু জায়গায় লাল সতর্কতা জারি ছিল ৷ হাওয়া অফিসের তরফে এই সকল জায়গার বাসিন্দাদের সাবধান আগেই করা হয়েছিল ৷
এক নজরে দেখে দেওয়া যাক দক্ষিণে কবে কোন জেলায় জারি হয়েছে সতর্কতা:
- 22.04.2024
কমলা সতর্কতা জারি - তাপপ্রবাহের মতো অবস্থা হতে পারে পূর্ব-পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, বীরভূম, পুরুলিয়া, মুর্শিদাবাদ, পূর্ব ও পশ্চিম বর্ধমান জেলায় ৷
হলুদ সতর্কতা জারি- উত্তর ও দক্ষিণ 24 পরগনা, হুগলি, নদিয়ায় জারি হলুদ সতর্কতা ৷ উষ্ণ আর্দ্র আবহাওয়া থাকবে কলকাতা ও হাওড়া জেলায় ৷ রাতেও তীব্র গরম অনুভূত হবে দক্ষিণ 24 পরগনা, পশ্চিম বর্ধমান ও মুর্শিদাবাদ জেলার কয়েকটি জায়গায় ৷
- 23.04.2024
কমলা সতর্কতা জারি - তাপপ্রবাহের জেরে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, বীরভূম, পুরুলিয়া, মুর্শিদাবাদ, পূর্ব ও পশ্চিম বর্ধমানের বেশ কিছু জায়গায় জারি করা হয়েছে কমলা সতর্কতা ৷
হলুদ সতর্কতা জারি উত্তর ও দক্ষিণ 24 পরগনা, হুগলি ও নদিয়া জেলার বেশ কিছু জায়গায় ৷ উষ্ণ আর্দ্র আবহাওয়া লক্ষ্য করা যাবে কলকাতা ও হাওড়া জেলায় ৷
- 24.04.2024
বুধবার রাজ্যের বিভিন্ন জেলার বেশ কিছু অংশে কমলা সতর্কতা জারি করা হয়েছে ৷ অর্থাৎ, তাপপ্রবাহের মতো অবস্থা জেলাজুড়েই পরিলক্ষিত হবে ৷
- 25.04.2024