কলকাতা, 27 ফেব্রুয়ারি: ঘরে ঘরে চেনা শত্রুর নাম প্রেসার ও সুগার । অচিরেই মানুষের শরীরে বেড়ে চলেছে এই রোগ ৷ যা কি না অন্য রোগের মূল কারণ । এর চিকিৎসা থাকলেও নির্মূল করার উপায় নেই । ফলে বহু মানুষের এই রোগের কারণে মৃত্যু পর্যন্ত হয় । তবে এবার মাঠে নামল স্বাস্থ্য ভবন । 2025 সালের মধ্যে 75 লক্ষ হাই প্রেসার ও সুগারের রোগীকে চিকিৎসার আওতায় আনার পরিকল্পনা স্বাস্থ্য দফতরের । এই মর্মে রাজ্যের সবক'টি জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক এবং সব মেডিক্যাল কলেজের সুপার তথা উপাধ্যক্ষকে চিঠি পাঠানো হয়েছে বলে জানা গিয়েছে ।
2025 সালের মধ্যে 75 লক্ষ প্রেসার ও সুগারের রোগীদের চিকিৎসার আওতায় আনার লক্ষ্য স্বাস্থ্য ভবনের - রোগীদের চিকিৎসার আওতায়
Swasthya Bhawan: লক্ষ্য 2025 ৷ এর মধ্যে রাজ্যের 75 লক্ষ প্রেসার ও সুগারের রোগীদের চিকিৎসার আওতায় আনতে চলেছে স্বাস্থ্য ভবন ৷ এই কাজের জন্য করা হয়েছে নির্দিষ্ট পরিকল্পনা ৷
স্বাস্থ্য ভবন
Published : Feb 27, 2024, 5:51 PM IST
স্বাস্থ্য দফতর সূত্রে খবর, সর্বশেষ ন্যাশনাল ফ্যামিলি হেলথ সার্ভে (5) অনুযায়ী, বাংলার 19 শতাংশ প্রাপ্তবয়স্ক সুগার এবং 20 শতাংশ প্রাপ্তবয়স্ক হাই প্রেসারের সমস্যায় ভুগছে । সংখ্যার দিক থেকে তা হল যথাক্রমে 90 লক্ষ এবং 1 কোটি । তার মধ্যেই 75 লক্ষ সুগার ও প্রেসারের রোগীকে সরকারি হাসপাতালে চিকিৎসার মধ্যে আনার লক্ষ্য স্থির করা হয়েছে স্বাস্থ্য দফতরের তরফে । কিন্তু লক্ষ্য স্থির করলেও তা পূরণ হবে কী করে?
- প্রথমত,30 বছর ঊর্ধ্ব রাজ্যবাসীর 80 শতাংশের তথ্য নথিভুক্ত এবং সুগার-প্রেসার পরীক্ষা করতে হবে ।
- দ্বিতীয়ত, মোট সুগার ও প্রেসারের রোগীর অন্তত 60 শতাংশের রেজিস্ট্রেশন এবং দ্রুত চিকিৎসা সুনিশ্চিত করতে হবে ।
- তৃতীয়ত, রোজকার ক্লিনিক ছাড়াও প্রতি মাসে গ্রামীণ এলাকা এবং শহরাঞ্চলে অন্তত দু'টি করে ক্যাম্প করতে হবে ।
- চতুর্থত, হাসপাতালের টিকিট কাউন্টারে সাইনবোর্ড দিয়ে জানাতে হবে,30 বছর উর্দ্ধদের বিনামূল্যে সুগার ও প্রেসার পরীক্ষা করা হয় ।
- পঞ্চমত,টিবি কর্মসূচি, তামাকজাত বস্তু সেবন পরিত্যাগ কেন্দ্র, সিওপিডি ক্লিনিক প্রভৃতি প্রোগ্রামের সঙ্গে সমস্ত এনসিডি ক্লিনিককে যুক্ত করতে হবে ।
- ষষ্ঠত, বিভিন্ন মেডিক্যাল কলেজে কাতারে কাতারে রোগী সুগার-প্রেসারের চিকিৎসা করাতে আসেন, সেই তথ্যভাণ্ডারকে এই কাজে লাগাতে হবে ।
আরও পড়ুন: