পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়ের বিরুদ্ধে মানহানির মামলা রাজ্যপালের - Governor CV Ananda Bose - GOVERNOR CV ANANDA BOSE

Governor CV Ananda Bose: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও একাধিক তৃণমূল নেতার বিরুদ্ধে আইনি পথে হাঁটলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস ৷ মুখ্যমন্ত্রী ও একাধিক তৃণমূল নেতার বিরুদ্ধে মানহানির মামলা করলেন তিনি ৷ কলকাতা হাইকোর্টে শুক্রবার এই মামলা করা হয়েছে ।

DEFAMATION CASE AGAINST MAMATA
মুখ্যমন্ত্রী-সহ একাধিক তৃণমূল নেতার বিরুদ্ধে মানহানির মামলা রাজ্যপালের (ইটিভি ভারত)

By ETV Bharat Bangla Team

Published : Jun 29, 2024, 2:37 PM IST

Updated : Jun 29, 2024, 2:59 PM IST

কলকাতা, 29 জুন: রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়-সহ একাধিক তৃণমূল নেতার বিরুদ্ধে মানহানির মামলা করলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস । শুক্রবার কলকাতা হাইকোর্টে এই মামলা করা হয়েছে ।

মূলত, উত্তর 24 পরগনার বরানগর ও মুর্শিদাবাদের ভগবানগোলা উপ-নির্বাচনে নির্বাচিত দুই তৃণমূল বিধায়ক সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় এবং রেয়াত হোসেনের শপথ গ্রহণকে কেন্দ্র করে যে জটিলতা তৈরি হয়েছে, তা নিয়ে এই মামলার সূত্রপাত । গত 12 ও 13 জুন থেকে গতকাল, শুক্রবার পর্যন্ত দুই বিধায়কের শপথ গ্রহণ নিয়ে বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, রাজ্যের মন্ত্রী ও কলকাতার মেয়র ফিরহাদ হাকিম, তৃণমূল নেতা কুণাল ঘোষ-সহ একাধিক নেতা রাজ্যপালের বিরুদ্ধে যে মন্তব্য করেছেন, তা নিয়েই মানহানির মামলা করা হয়েছে ।

সূত্রের দাবি, মাসখানেক আগে রাজ্যের রাজ্যপাল সিভি আনন্দ বোসের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ ওঠে । সেই অভিযোগের সূত্র ধরে তৃণমূলের মহিলা নেতা-কর্মীরা রাজভবনে যেতে ভয় পাচ্ছেন বলে দাবি করা হচ্ছে । মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়ও এই নিয়ে মন্তব্য করেছিলেন ৷ তাঁর কথাতেও রাজভবনে মহিলাদের যেতে ভয় পাওয়ার বিষয়টি উঠে এসেছিল ৷

এমনকি নবনির্বাচিত বিধায়ক সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় বিধায়ক পদের শপথ গ্রহণে রাজভবনে যেতে নারাজ । তিনি সংবাদমাধ্যমকে বহুবার বলেছেন, রাজ্যপালের বিরুদ্ধে যে অভিযোগ রয়েছে, সেক্ষেত্রে তিনি রাজভবনে যেতে ভয় পাচ্ছেন । কার্যত একই রকম সুর শোনা গিয়েছিল রাজ্যের একাধিক তৃণমূল নেতাদের মুখে ।

সূত্রের খবর, মুখ্যমন্ত্রী বা তৃণমূলের নেতা-মন্ত্রী-বিধায়কদের মন্তব্যকে সার্বিকভাবে রাজভবন কিংবা রাজ্যপালের পদমর্যাদার মানহানি হয়েছে বলে মনে করা হচ্ছে । এর ভিত্তিতে কলকাতা হাইকোর্টের মামলা করা হয়েছে । সূত্রের খবর, মামলার সঙ্গে তথ্য প্রমাণ হিসেবে সংবাদমাধ্যমে প্রকাশিত বিভিন্ন খবর, সম্প্রচারিত খবরের লিংক জুড়ে দেওয়া হয়েছে । রাজ্যপালের নির্দেশে সলিসিটার জেনারেলের নেতৃত্বেই এই মামলা করা হয়েছে বলে জানা গিয়েছে ।

Last Updated : Jun 29, 2024, 2:59 PM IST

ABOUT THE AUTHOR

...view details