পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

বিমল গুরুংকে প্রার্থী চায় গোর্খা জনমুক্তি মোর্চা, তৃণমূলের গোপাল লামায় আস্থা অনিতদের

Lok Sabha Elections 2024: গোর্খাল্যান্ডের জন্য লড়েছিলেন বিমল গুরুং ৷ তাই এবার তাকেই লোকসভা নির্বাচনে প্রার্থী করতে চায় গোর্খা জনমুক্তি মোর্চা ৷

Etv Bharat
Etv Bharat

By ETV Bharat Bangla Team

Published : Mar 10, 2024, 9:00 PM IST

দার্জিলিং, 10 মার্চ: আসন্ন লোকসভা নির্বাচনে বিমল গুরুংকে প্রার্থী করতে চায় গোর্খা জনমুক্তি যুব মোর্চা ৷ যদিও এখনও আনুষ্ঠানিকভাবে কিছু ঘোষণা হয়নি ৷ তবে আজ রবিবার সিংমারিতে তাদের দলীয় কার্যালয়ের সভায় এমনটাই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গিয়েছে ৷ তাদের দাবি, যেহেতু তিনি গোর্খাল্যান্ডের জন্য লড়েছিলেন তাই লোকসভা নির্বাচনে দার্জিলিং থেকে লড়তে হবে তাঁকে ৷ তবে ইতিমধ্যেই তৃণমূলের প্রার্থী গোপাল লামাকে সমর্থনের কথা জানিয়েছেন পাহাড়ের রাজনীতির গুরুত্বপূর্ণ চরিত্র অনিত থাপা। অন্যদিকে এ ব্যাপারে হামরো পার্টির সভাপতি অজয় এডওয়ার্ডের সঙ্গে চেষ্টাও করে যোগাযোগ করা য়ায়নি।

এই বিষয়ে যুব মোর্চা সভাপতি নোমান রাই বলেন,"আমরা আশা করেছিলাম মোদিজী গোর্খা জনগণের জন্য কিছু ভালো জিনিস ঘোষণা করবেন ৷ কিন্তু তিনি তা করেননি ৷ তাই আমরা শিলিগুড়িতে মোদির শনিবারের বক্তৃতায় সন্তুষ্ট নই । আমরা আশা করি যে কেন্দ্র নয়, রাজ্য সরকার গোর্খা জনগণের জন্য আরও ভালো করবে ৷ যার জন্য আমরা চাই আমাদের পার্টির সভাপতি বিমল গুরুং আসন্ন লোকসভা নির্বাচনে দার্জিলিং আসন থেকে লড়বেন ।"

তিনি আরও বলেন, " বিমলকে প্রার্থী করতে আমরা আগামিদিনে বৈঠকে বসব এবং সিদ্ধান্ত নেব। বিমল গুরুংকে অনুরোধ করব কারণ তিনি শুধুমাত্র সেই ব্যক্তি যিনি গোর্খাল্যান্ডের জন্য লড়াই করছেন তাই তাঁকেই দাঁড়াতে হবে ।" 2017 সালে আন্দোলনের পর 2020 সালের 20 অক্টোবর বিমল গুরুং পাহাড়ে ফিরে আসেন ৷ এরপর রাজ্যের বিধানসভায় তিনি তৃণমূল প্রার্থীদের জন্য পুরো উত্তরবঙ্গে প্রচার করেছিলেন ।

কিন্তু গত লোকসভা নির্বাচনে তিনি বিজেপির সঙ্গে নৈশভোজ করার পাশাপাশি তাদের হয়ে পাহাড়ে প্রচার করেছিলেন ৷ সেই সময় বিজেপি সাংসদ রাজু বিস্তা অনেক ব্যবধানে জয়ী হয়েছিলেন ৷ সেই সময় টিএমসি প্রার্থী ছিলেন অমর রাই । তিনি বিনয় এবং অনিত থাপার পার্টিতে ছিলেন ৷ এই বিষয়ে বিজিপিএমের সভাপতি অনিত থাপা বলেন, "আমি আগেই বলেছিলাম যে আমাদের দার্জিলিং আসনের জন্য স্থানীয় প্রার্থী দরকার ৷ এই বিষয়ে আমি মুখ্যমন্ত্রীর সঙ্গে কথাও বলেছিলাম ৷ আজ অভিষেক বন্দ্যোপাধ্যায় দার্জিলিং আসনের জন্য গোপাল লামার নাম ঘোষণা করেছিলেন । যার জন্য আমরা গোর্খা জনগণ খুশি । বিজেপি 15 বছর পর্যন্ত কিছুই দেয়নি ৷ শনিবারও মোদিজী গোর্খা জনগণের জন্য কিছু ঘোষণা করেননি ৷ এবার গোপাল লামার জন্য সমস্ত গোর্খা জনগণের ইচ্ছা পূরণ হবে ৷"

আরও পড়ুন :

  1. গোর্খাল্যান্ড ছেড়ে পৃথক উত্তরবঙ্গ রাজ্যের দাবিতে সরব বিমল গুরুং
  2. স্বাধীনতা দিবসে গোর্খাল্যান্ড নিয়ে মোদিকে বার্তা দিতে হবে, চাপ বাড়ালেন গুরুং

ABOUT THE AUTHOR

...view details