দার্জিলিং, 16 অগস্ট:ফের রাঙ্গাপানিতে লাইনচ্যুত মালগাড়ি। ঘটনায় ফের চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়। জানা গিয়েছে, শুক্রবার রাত দশটা নাগাদ রাঙাপানির নুমালিগড় রিফাইনারির ইয়ার্ডে ওই ডাউন মালবাহী ট্রেনের দু’টো কামরা লাইনচ্যুত হয়। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় রেলের উচ্চপদস্থ আধিকারিকরা ও আরপিএফ। তবে ইয়ার্ডের মধ্যে হওয়ায় মূল পরিষেবায় কোন ব্যাঘাত ঘটেনি।
এই বিষয়ে উত্তর-পূর্ব সীমান্ত রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক কপিঞ্জল কিশোর শর্মা বলেন, "রাঙাপানিতে একটি মালগাড়ি দু’টি বগি নুমালিগড় রিফাইনারির ইয়ার্ডের কাছে লাইনচ্যুত হয়েছে। ইতিমধ্যে ঘটনাস্থলে উচ্চপদস্থ আধিকারিকরা পৌঁছে গিয়েছেন। বগি দু’টোকে উদ্ধার করে ফের লাইনে ওঠানোর কাজ চলছে। তবে, মুল লাইনে ওই দুর্ঘটনা না হওয়ায় পরিষেবায় কোনওরকম ব্যহত হয়নি।"