পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

রাঙাপানিতে ফের লাইনচ্যুত মালগাড়ি, প্রশ্ন রেল কর্তৃপক্ষের ভূমিকা নিয়ে - GOODS TRAIN DERAILS AT RANGAPANI - GOODS TRAIN DERAILS AT RANGAPANI

GOODS TRAIN DERAILS AT RANGAPANI: ফের ট্রেন দুর্ঘটনা রাঙাপানিতে ৷ এবার লাইনচ্যুত হল মালগাড়ি ৷ কোনও হতাহতের ঘটনা ঘটেনি, ব্যহত হয়নি রেল পরিষেবা ৷

GOODS TRAIN DERAILS AT RANGAPANI
রাঙাপানিতে ফের লাইনচ্যুত মালগাড়ি ট্রেন (নিজস্ব চিত্র)

By ETV Bharat Bangla Team

Published : Aug 16, 2024, 11:08 PM IST

দার্জিলিং, 16 অগস্ট:ফের রাঙ্গাপানিতে লাইনচ্যুত মালগাড়ি। ঘটনায় ফের চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়। জানা গিয়েছে, শুক্রবার রাত দশটা নাগাদ রাঙাপানির নুমালিগড় রিফাইনারির ইয়ার্ডে ওই ডাউন মালবাহী ট্রেনের দু’টো কামরা লাইনচ্যুত হয়। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় রেলের উচ্চপদস্থ আধিকারিকরা ও আরপিএফ। তবে ইয়ার্ডের মধ্যে হওয়ায় মূল পরিষেবায় কোন ব্যাঘাত ঘটেনি।

এই বিষয়ে উত্তর-পূর্ব সীমান্ত রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক কপিঞ্জল কিশোর শর্মা বলেন, "রাঙাপানিতে একটি মালগাড়ি দু’টি বগি নুমালিগড় রিফাইনারির ইয়ার্ডের কাছে লাইনচ্যুত হয়েছে। ইতিমধ্যে ঘটনাস্থলে উচ্চপদস্থ আধিকারিকরা পৌঁছে গিয়েছেন। বগি দু’টোকে উদ্ধার করে ফের লাইনে ওঠানোর কাজ চলছে। তবে, মুল লাইনে ওই দুর্ঘটনা না হওয়ায় পরিষেবায় কোনওরকম ব্যহত হয়নি।"

বারবার এই ধরনের ট্রেনের দুর্ঘটনার জন্য রেল কর্তৃপক্ষের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। সম্প্রতি 17 জুন রাঙাপানির কাছে নির্মলজোত এলাকায় ডাউন কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস ভয়াবহ দুর্ঘটনার কবলে পড়ে । মালগাড়ি এবং কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের সংঘর্ষের ঘটনায় মৃত্যু হয়েছিল 10 জনের । সেই দুর্ঘটনার রেশ কাটতে না কাটতেই 31 জুলাই রাঙাপানি এলাকাতে ফের একবার একটি মালগাড়ি লাইনচ্যুত হওয়ার ঘটনা ঘটে।

কলকাতা থেকে রাঙাপানির কাছে নুমরিগর রিফাইনারিতে ঢোকার আগে লাইনচ্যুত হয় ওই মালগাড়িটি । ঘটনায় ফের একবার চাঞ্চল্য ছড়ায় ওই এলাকায় । ডাউন লাইনে ওই দুর্ঘটনার ফলে বেশ কিছুক্ষণ ট্রেন চলাচল ব্যাহত হয় । এরপর এদিন ফের একবার মালগাড়ি লাইনচ্যুত হওয়ায় প্রশ্ন উঠছে রেল কর্তৃপক্ষের ভূমিকা নিয়ে।

ABOUT THE AUTHOR

...view details