সন্দেশখালি, 17 ফেব্রুয়ারি: সন্দেশখালিকাণ্ডে গণধর্ষণের ধারা যুক্ত করল পুলিশ ৷ শনিবার শিবু হাজরা ও উত্তম সর্দারের বিরুদ্ধে গণধর্ষণের পাশাপাশি খুনের চেষ্টার মামলাও যুক্ত করা হল ৷ সন্দেশখালিকাণ্ডের 20 নম্বর মামলায় নির্যাতিতা এক মহিলার গোপন জবানবন্দির ভিত্তিতে এই দু'টি ধারা যুক্ত হয়েছে বলে পুলিশ সূত্রে খবর। সবমিলিয়ে এদিন সন্দেশখালিকাণ্ড যে নয়া মোড় নিল, তা বলাই বাহুল্য ৷
পুলিশ সূত্রে খবর, সন্দেশখালিকাণ্ডে 20 নম্বর মামলা আগেই দায়ের হয়েছিল সন্দেশখালি থানায়। শুক্রবার এই মামলায় অতিরিক্ত আরও দু'টি ধারা যুক্ত করতে চেয়ে বসিরহাট মহকুমা আদালতে আবেদন করে পুলিশ। আদালতের নির্দেশেই তৃণমূলের ব্লক সভাপতি শিবু হাজরা ও বরখাস্ত দলীয় নেতা উত্তম সর্দারের বিরুদ্ধে গণধর্ষণ এবং হত্যার চেষ্টার ধারা যুক্ত হল।
সন্দেশখালিকাণ্ডে 20 নম্বর মামলায় সম্প্রতি আদালতে এসে 164-এ ধারায় গোপন জবানবন্দি দিয়েছিলেন নির্যাতিতা এক মহিলা। সেই জবানবন্দি পর্যালোচনা করে এবং আদালতের নির্দেশে ভারতীয় দণ্ডবিধির 376(ডি) ও 307 ধারায় শাহজাহান-ঘনিষ্ঠ শিবু হাজরা এবং উত্তম সর্দারের বিরুদ্ধে মামলায় নয়া ধারা রুজু করল সন্দেশখালি থানার পুলিশ।