কলকাতা, 1 ফেব্রুয়ারি: অনলাইন গেমিং অ্যাপের মাধ্যমে কয়েক কোটি টাকার প্রতারণা চক্রের হদিশ মিলল নিউটাউনে। এক মাস 12 দিনের জন্য অফিস খুলে কোটি টাকা প্রতারণা করা হয়েছে বলে অভিযোগ। এই সংস্থার সঙ্গে দুবাইয়র যোগ আছে বলেও খবর। ঘটনায় 10 জনকে গ্রেফতার করেছে নিউটাউন থানার পুলিশ।
নিউটাউনয়ের সিই ব্লকের 132 নম্বর বাড়িতে এই গেমিং সংস্থার অফিস খোলা হয় বলে খবর পায় পুলিশ। তল্লাশি চালিয়ে সেখান থেকেই উদ্ধার হয়েছে প্রচুর নথি, 100টি সিম কার্ড, 100টি ব্যাঙ্কের পাসবই, 100টি এটিএম কার্ড। শনিবার ধৃতদের বারাসাত কোর্টে পেশ করা হয়। ধৃতরা মূলত উত্তরাখণ্ড ও ছত্তিশগড়ের বাসিন্দা বলেও জানা গিয়েছে।
বর্তমান প্রজন্ম অনলাইন গেমে মত্ত। আর সেই অনলাইন গেম খেলতে গিয়েই সর্বস্ব খোয়াতে হচ্ছে অনেককে। পুলিশ সূত্রে খবর, এই সংস্থাটি দুবাই থেকে পরিচালিত হয়। সেখান থেকে মোট 10 জনকে গ্রেফতার করা হয়েছে। এরা মূলত উত্তরাখণ্ড এবং ছত্তিশগড়ের বাসিন্দা বলে প্রাথমিকবাবে জানা গিয়েছে। তল্লাশি চালিয়ে এদের অফিস থেকে বহু নথিও মিলেছে বলে পুলিশের দাবি ৷
কীভাবে প্রতারণা ?
ধৃতদের জিজ্ঞাসাবাদ করে পুলিশ জানতে পারে, এই গেম যারা ডাউনলোড করেন তাঁরা প্রথমে নির্দিষ্ট একটি টাকা ডিপোজিট করে গেম খেলতে শুরু করেন। প্রথমদিকে জেতা টাকা দেওয়া হলেও পরবর্তীতে যখন বেশি টাকা দিয়ে তাঁরা গেম খেলতে শুরু করে তখন তাঁদের জেতা টাকা উইড্র করতে দেওয়া হয় না। না-না অজুহাত দেখাতে শুরু করে সংস্থা। আর এভাবেই সাধারণ গ্রাহকের কোটি কোটি টাকা আত্মসাৎ করে এই সংস্থা।