পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

নির্বাচন কমিশনের বিরুদ্ধে হাইকোর্টে প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় - Abhijit Gangopadhyay - ABHIJIT GANGOPADHYAY

Former Justice Abhijit Gangopadhyay: নির্বাচন কমিশনের বিরুদ্ধে মামলা দায়ের করতে সশরীরে নিজের একসময় কর্মস্থল কলকাতা হাইকোর্টে গেলেন প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় ৷

Former Justice Abhijit Gangopadhyay
কলকাতা হাইকোর্টে অভিজিৎ গঙ্গোপাধ্যায় (ইটিভি ভারত)

By ETV Bharat Bangla Team

Published : May 22, 2024, 4:29 PM IST

Updated : May 22, 2024, 6:54 PM IST

কলকাতা হাইকোর্টে প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় (ইটিভি ভারত)

কলকাতা, 22 মে: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে মন্তব্যের জেরে নির্বাচন কমিশনের তোপের মুখে পড়েছেন প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় ৷ কমিশন তাঁকে ইতিমধ্যেই 24 ঘণ্টার জন্যে ভোট প্রচার না-করার নির্দেশ দিয়েছে ৷ কমিশনের এই নিৰ্দেশের বিরুদ্ধে তমলুকের বিজেপি প্রার্থী বুধবার হাইকোর্টের দ্বারস্থ হলেন । সশরীরে হাজির হয়ে হলফনামায় স্বাক্ষর করে তিনি বলেন "পুরো নির্দেশ নিয়ে আমার কিছু বলার নেই ৷ তবে কিছু অংশে যেখানে কুরুচিকর বা নিন্দনীয় ধরনের শব্দ ব্যবহার করা হয়েছে, আমি তার বিরোধী ৷"

প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় তমলুক লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী ৷ মে মাসের মাঝামাঝি তাঁর একটি ভিডিয়ো সোশাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে ৷ ওই ভিডিয়োতে তিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে আপত্তিকর মন্তব্য করেন ৷ ভাইরাল হওয়া ওই ভিডিয়োতে তাঁকে বলতে শোনা যায়, "মমতা বন্দ্যোপাধ্যায় তুমি কত টাকায় বিক্রি ? তোমার হাতে 8 লাখ টাকা গুঁজে দিলেই একটা চাকরি দাও ।" ভিডিয়োর সত্যতা অবশ্য যাচাই করেনি ইটিভি ভারত। প্রাক্তন বিচারপতির এই মন্তব্যের বিরুদ্ধে তমলুকের বিজেপি প্রার্থীর বিরুদ্ধে নির্বাচন কমিশনে অভিযোগ জানায় তৃণমূল ।

এই অভিযোগের ভিত্তিতে মঙ্গলবার, 21 মে নির্বাচন কমিশন, বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করে ৷ শাস্তির মুখে পড়েন প্রাক্তন বিচারপতি ৷ কমিশন নির্দেশ দেয়, 21 মে (গত মঙ্গলবার) বিকেল পাঁচটা থেকে বুধবার বিকেল পাঁচটা পর্যন্ত তিনি কোনও রকম প্রচার করতে পারবেন না ৷ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সম্পর্কে 'অত্যন্ত কুরুচিকর' মন্তব্যের জন্য তমলুকের বিজেপি প্রার্থীর তীব্র নিন্দাও করে দেশের নির্বাচন কমিশন ৷

এদিন এই নোটিশকে চ্যালেঞ্জ জানিয়ে আদালতের দ্বারস্থ হন অভিজিৎ গঙ্গোপাধ্যায় ৷ তিনি বলেন, "আজ আদালতে এসেছিলাম একটি মামলা দায়ের করতে ৷ ভারতের নির্বাচন কমিশন গতকাল একটি অর্ডার পাস করেছে ৷ তাতে আমার বিরুদ্ধে অনেক আপত্তিকর মন্তব্য রয়েছে ৷ আমার সম্মানহানি করা হয়েছে ৷"

আরও পড়ুন:

  1. বিপাকে অভিজিৎ ! মুখ্যমন্ত্রীকে নিয়ে কুরুচিকর মন্তব্যের জেরে শো-কজ কমিশনের
  2. 'মমতা তুমি কত টাকায় বিক্রি হও', অভিজিতের মন্তব্যে কমিশনের দ্বারস্থ তৃণমূল
  3. মমতাকে 'কুরুচিকর' মন্তব্য, কমিশনের কড়া শাস্তির মুখে প্রাক্তন বিচারপতি অভিজিৎ
Last Updated : May 22, 2024, 6:54 PM IST

ABOUT THE AUTHOR

...view details