কলকাতা, 25 নভেম্বর: শীতের মরশুম শুরু হতেই শহরের পর্যটন স্থানগুলিতে ভিড় বাড়তে শুরু করেছে ৷ কিন্তু, একদিনের ছুটিতে কলকাতার দর্শনীয় স্থানগুলি ঘুরতে গিয়ে টিকিট কাটতেই দীর্ঘ সময় কেটে যায় ৷ বিশেষ করে আলিপুর চিড়িয়াখানায় ৷ এবার আর সেই দীর্ঘ লাইনের ঝক্কি থাকছে না ৷ চিড়িয়াখানার গেটের সামনে দাঁড়িয়ে 'অন দ্য স্পট' টিকিট কাটা যাবে ৷ আনুষ্ঠানিকভাবে এই অনলাইন 'অন দ্য স্পট' টিকিটের উদ্বোধন করলেন মন্ত্রী বীরবাহা হাঁসদা ৷
আলিপুর চিড়িয়াখানার ওয়েব সাইট www.kolkatazoo.in এ গিয়ে অনলাইনে 'অন দ্য স্পট' টিকিট কাটা যাবে ৷ উল্লেখ্য, আগে চিড়িয়াখানার এই ওয়েব সাইট থেকে আগাম অনলাইন টিকিট কাটা যেত ৷ তবে, তা অনন্ত তিনমাস থেকে একদিন আগে পর্যন্ত কাটা যেত ৷ তবে, এখন চিড়িয়াখানার গেটে পৌঁছে, সেখান থেকেই টিকিট কেটে ভিতরে প্রবেশ করতে পারবেন পর্যটকরা ৷ এর পাশাপাশি, রাজ্য সরকারের 'যাত্রী সাথী' অ্যাপ দিয়েও আগের মতো 'অন দ্য স্পট' টিকিট কাটা যাবে ৷
নতুন মরশুমে আলিপুর চিড়িয়াখানার নয়া আকর্ষণ পাখিদের কাঁচে ঘেরা এনক্লোজার ৷ (ইটিভি ভারত) এ নিয়ে চিড়িখানার ডিরেক্টর শুভঙ্কর সেনগুপ্ত বলেন, "এবার মরশুমে বহু পর্যটক অনলাইনে টিকিট কাটবেন বলে আশায় আছি ৷ দীর্ঘক্ষণ লাইনে দাঁড়ানোর ব্যাপারটি আর থাকছে না ৷" ইতিমধ্যে, চিড়িয়াখানায় ভিড় বাড়তে শুরু করেছে ৷ সোমবার চিড়িয়াখানায় দর্শক সংখ্যা ছিল 15 হাজার 781 জন ৷ যা আগের দু’সপ্তাহে ছিল 5-7 হাজার ৷ আগামী দিনগুলিতে এই ভিড় আরও বাড়বে ৷ ফলে দীর্ঘ লাইন ও ভিড় কমাতে অনলাইনে 'অন দ্য স্পট' টিকিট সাহায্য করবে বলে মনে করছে চিড়িয়াখানা কর্তৃপক্ষ ৷
কাঁচে ঘেরা এনক্লোজার থেকে চিড়িয়াখানায় পাখিদের দেখছেন দর্শকরা ৷ (নিজস্ব চিত্র) এ দিনই চিড়িয়াখানায় পাখিদের একটি নতুন এনক্লোজারের উদ্বোধন করলেন বনমন্ত্রী বীরবাহা হাঁসদা ৷ আর এই এনক্লোজারে পাখিরা থাকবে খোলা আকাশের নিচে ৷ আর তাঁদের দেখতে মানুষকে ঢুকতে হবে, কাঁচে ঘেরা খাঁচার মধ্যে ৷ আলিপুর চিড়িয়াখানার 150 বছরের ইতিহাসে প্রথমবার এই ব্যবস্থা চালু করা হচ্ছে ৷ যদিও, পাখিরা এই এনক্লোজারে পুরোপুরি মুক্ত নয় ৷ একটি নির্দিষ্ট উচ্চতার পর লোহার খাঁচা দিয়ে ঘিরে রাখা হয়েছে ৷
কাঁচের খাঁচার ভিতর থেকে পাখিদের দেখছে খুদে দর্শকরা ৷ (নিজস্ব চিত্র) চিড়িয়াখানায় 'অন দ্য স্পট' অনলাইন টিকিটের উদ্বোধন বনমন্ত্রী বীরবাহা হাঁসদার ৷ (নিজস্ব চিত্র) তবে, পর্যটকদের পাখিদের নতুন এনক্লোজারে 60 মিটার লম্বা এবং প্রায় 4 মিটার উঁচু কাচের তৈরি খাঁচায় ঢুকতে হবে ৷ এই এনক্লোজারে 16টি প্রজাতির 200 পাখি রাখা হয়েছে ৷ সেখানে রয়েছে পাখিদের থাকার ঘর ৷ তাদের বাস্তু মেনে সেই ঘরগুলি তৈরি করা হয়েছে ৷ এমনকি পাখিদের সঙ্গে সেলফিও তুলতে পারবেন পর্যটকরা ৷ এই কাঁচের খাঁচায় ঢুকে পাখিদের দেখার অভিজ্ঞতা নতুন হলেও, নয়া এই ব্যবস্থায় খুশি পর্যটকরা ৷ পাখিদের ক্ষেত্রে এমন কাঁচে ঘেরা এনক্লোজার করা হলেও, বাঘ, সিংহ বা অন্য প্রাণীদের দেখার জন্য এমন কোনও ব্যবস্থা করার পরিকল্পনা চিড়িয়াখানা কর্তৃপক্ষের নেই ৷
পাখিদের এনক্লোজারের উদ্বোধন করলেন বীরবাহা হাঁসদা ৷ (নিজস্ব চিত্র)