দার্জিলিং, 12 এপ্রিল: ফের সুখবর । বেঙ্গল সাফারি পার্কে আগমন হয়েছে রয়্যাল অতিথির । তাও আবার একটা বা দু’টো নয় । পাঁচ-পাঁচটে রয়্যাল বেঙ্গল শাবকের জন্ম হয়েছে বেঙ্গল সাফারি পার্কে ৷ বন দফতর সূত্রে এমনটাই জানা গিয়েছে । আর এতে ব্যাপক খুশির আমেজ পার্কে । বর্তমানে বেঙ্গল সাফারি পার্কে বাঘের সংখ্যা এক লাফে বেড়ে হল 18টি । তবে এখনই এই বিষয়ে মুখ খুলতে চাননি বন দফতর থেকে সাফারি পার্কের আধিকারিকরা ।
বন দফতর সূত্রে খবর, শীলা ও বিভান দম্পতি পাঁচ শাবকের জন্ম দিয়েছে ৷ এই নিয়ে চতুর্থবার মা হল শীলা । এর আগে দু'দফায় ছয় শাবকের জন্ম দিয়েছে সে । যার মধ্যে পাঁচটি শাবক সুস্থ রয়েছে । তাদের দিয়ে সাফারিও শুরু হয়েছে । তারা এখন পার্কের আকর্ষণের মূল কেন্দ্রবিন্দু । কিন্তু গত বছরের শেষেই ফের গর্ভবতী হয় শীলা । এরপর তার খেয়াল রাখতে শুরু করে পার্ক কর্তৃপক্ষ । শুরু হয় বিশেষ যত্ন । আলাদা ডায়েট । আর এসব যখন চলছে তারই মাঝে এই নির্বাচনের আবহে মার্চ মাসের শেষে একসঙ্গে পাঁচ শাবকের জন্ম দেয় শীলা ।