পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

অসহযোগিতার অভিযোগ, আদি গঙ্গা সংস্কার নিয়ে কেন্দ্রকে তোপ ফিরহাদের

হলদিয়া থেকে গঙ্গাসাগর, সর্বত্র গঙ্গার ড্রেজিং দরকার ৷ এর জন্য উদ্যোগ নিতে হবে কেন্দ্রকে ৷ গঙ্গা উৎসবে এসে মোদি সরকারের সমালোচনায় সরব ফিরহাদ ৷

Firhad Hakim on Ganga Pollution
গঙ্গা দূষণ নিয়ে কেন্দ্রকে বিঁধলেন ফিরহাদ হাকিম (ইটিভি ভারত)

By ETV Bharat Bangla Team

Published : Nov 4, 2024, 7:13 PM IST

কলকাতা, 4 নভেম্বর: প্রত্যেকবারের মতো এ বছরও গঙ্গা উৎসব 2024 পালন করল কলকাতা পুরনিগম ৷ 'আদি গঙ্গা পরিষ্কার, আমাদের অঙ্গীকার' এই স্লোগানকে সামনে রেখেই সোমবার দিনটি উদযাপন করল পুরনিগম ৷ এদিন লঞ্চে উঠে গঙ্গার ধারের ঘাটগুলি পরিদর্শন করেন মেয়র ফিরহাদ হাকিম-সহ মেয়র পরিষদ সদস্য দেবাশিস কুমার, তারক সিংহ, সন্দীপন সাহা ও অসীম বসু ।

এদিন গঙ্গা উৎসবের মূল উদ্দেশ্যে ছিল গঙ্গা দূষণ রোধ করার অঙ্গীকার । সেই প্রসঙ্গেই কেন্দ্রের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়ে ফিরহাদ হাকিম বলেন, "গঙ্গাকে কিছু লোক ভ্যাট ভাবেন । কিছু কিছু সংগঠন গঙ্গা দূষণ নিয়ে কাজ করছে । তবে এটা আমাদের দুর্ভাগ্য যে আমরা গঙ্গা দূষণ নিয়ে সচেতন নই । আমাদের এসটিপি তৈরি করে গঙ্গাকে পরিষ্কার করতে হবে । গঙ্গাকে রক্ষা করার জন্য কেন্দ্রীয় সরকারের এগিয়ে আসা উচিত । কিন্তু, কেন্দ্র কোনও রকম সাহায্য করছে না ।"

গঙ্গা দূষণ ও সংস্কার প্রসঙ্গে ফিরহাদ হাকিমের বক্তব্য (ইটিভি ভারত)

দূষণ ও সংকট প্রসঙ্গে বোঝাতে ফিরহাদের বক্তব্য, "গঙ্গা থেকে সব জায়গায় জল দেওয়া হয় । অথচ, দিল্লিতে ওয়াটার মাফিয়া আছে । কিন্তু, বাংলায় আমরা ধন্য যে আমাদের কাছে গঙ্গা আছে । তবে সেই গঙ্গাকে দূষণ করে দিচ্ছি । আমাদের মুখ্যমন্ত্রী চান গঙ্গাকে নিয়ে মানুষ সচেতন হোক ।"

এদিন বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে গঙ্গাকে বাঁচানোর আহ্বান জানান মেয়র থেকে মেয়র পরিষদ সদস্য-সহ কলকাতা পৌর সংস্থার পৌর কমিশনার ধবল জৈন । এদিন পৌর কমিশনারকে নিয়ে গঙ্গার ধারে কোন কোন জায়গায় ভাঙনের পরিস্তিতি তৈরি হচ্ছে, সেই বিষয় নিয়ে পর্যালোচনা করেন মেয়র ফিরহাদ হাকিম । কোন ঘাটে কী পরিস্থিতি রয়েছে সেটা সরেজমিনে দেখতে লঞ্চে ঘুরে ঘুরে তদরকি করেন তিনি ৷

উৎসবের আনন্দ আর তাঁদের জন্য নয়, ভবিষ্যৎ প্রজন্মকে বাঁচিয়ে রাখতে লড়াই ভাঙন দুর্গতদের

ABOUT THE AUTHOR

...view details