পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

হোর্ডিং-ব্যানার-সহ সব ক্ষেত্রে এবার বাধ্যতামূলক হচ্ছে বাংলা ভাষা

হোর্ডিং, ব্যানার, গ্লোসাইন বোর্ড-সহ শহরের সব ক্ষেত্রে এবার বাধ্যতামূলক হতে চলেছে বাংলা ভাষা ৷ শনিবার একথা জানিয়েছেন মেয়র ফিরহাদ হাকিম ।

ETV BHARAT
বাধ্যতামূলক হচ্ছে বাংলা ভাষা (নিজস্ব চিত্র)

By ETV Bharat Bangla Team

Published : Oct 27, 2024, 11:24 AM IST

কলকাতা, 27 অক্টোবর:ধ্রুপদী ভাষার মর্যাদা পাওয়ার পর, এবার বাংলা ভাষা ব্যবহার বাধ্যতামূলক করতে চলেছে কলকাতা পুরনিগম । এই নিয়ে দ্রুত জারি হতে চলেছে নয়া নির্দেশিকা ৷ শনিবার একথা জানিয়েছেন মেয়র ফিরহাদ হাকিম ।

শহরে বিজ্ঞাপনের যত বোর্ড রয়েছে, সমস্ত বোর্ড লিখতে হবে বাংলায় । হোটেল বা যে কোনও বেসরকারি সংস্থার নেমপ্লেট, এমনকি বিভিন্ন বহুতলের নামের বোর্ডের ক্ষেত্রেও একইভাবে এবার থেকে বাংলা ভাষা বাধ্যতামূলক হবে । এছাড়াও কলকাতা পুরনিগমের যে সমস্ত উত্তরণ (বস্তি) আছে, সেখানকার নাম যে ভাষাতেই লেখা হোক না কেন, সেই নাম বাধ্যতামূলক ভাবে বাংলা ভাষাতেও লিখতে হবে । দ্রুত এই সার্কুলার জারি করতে চলেছে কলকাতা পুরনিগম । এছাড়া বেসরকারি যে সংস্থাগুলি রয়েছে, সেই সমস্ত সংস্থাগুলির কাছেও নির্দেশ পাঠানো হবে । বিজ্ঞাপনী বোর্ডে অন্যান্য ভাষা রাখলেও উপরে তা লিখতে হবে বাংলাতেও ৷

মেয়র ফিরহাদ হাকিম (নিজস্ব চিত্র)

প্রসঙ্গত, কলকাতা পুরনিগমের 48 নম্বর ওয়ার্ডে কাউন্সিলর বিশ্বরূপ দে এই নিয়ে প্রস্তাব রাখেন পুরনিগমের মাসিক অধিবেশনে । তাঁর প্রস্তাব, সরকারি বেসরকারি স্তরে যত রকমের সাইনবোর্ড আছে তা বাংলায় হওয়া উচিত । এছাড়াও কলকাতা পুরনিগমের নথি-সহ সমস্ত রকমের চিঠিপত্র ও বিজ্ঞপ্তি বাংলা ভাষায় প্রকাশ করা প্রয়োজন । বাংলা ভাষার এই স্বীকৃতিকে জনসাধারণের মধ্যে প্রচার করার জন্য কলকাতা পুরনিগমকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে বলে প্রস্তাব রাখেন তিনি ।

শনিবার পুর অধিবেশনে এই প্রস্তাব গ্রহণ করেছেন মেয়র ফিরহাদ হাকিম । তিনি এই প্রস্তাবের আলোচনায় জানান, খুব শীঘ্রই এই সংক্রান্ত নির্দেশিকা জারি করতে চলেছে কলকাতা পুরনিগম । বাংলা ভাষার মর্যাদা প্রাপ্তির জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়েকে ধন্যবাদ জ্ঞাপন করেন তিনি ।

তিনি বলেন, "আমরা সবাই অত্যন্ত আনন্দিত । মুখ্যমন্ত্রী বারবার চিঠি দিয়েছেন কেন্দ্রকে । উত্তরাখণ্ডে গিয়েছিলাম । প্রতি বোর্ডে তাদের ভাষা । কেন জানি না কলকাতায় বহুদিন ইংরেজ রাজত্ব করেছে বলে হয়তো ইংরেজি ভাষায় বোর্ড লেখা হয় । ইতিমধ্যে পুরসভার বোর্ডে বাংলা লিখতে হবে বলে নির্দেশ দিয়েছি । উত্তরণে বাংলা লেখা বাধ্যতামূলক নির্দেশ । প্রাইভেট হোর্ডিংয়ের ক্ষেত্রেও নিজের ভাষার সঙ্গে বাংলা রাখতে হবে । সব জায়গায় এই নোটিশ দেওয়া হবে ।

ABOUT THE AUTHOR

...view details