কলকাতা, 16 জুন: বাংলা থেকে বিরোধীদের হঠাতে মানুষের সমর্থন চেয়েছিলেন মুখ্যমন্ত্রী ৷ লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসকে দু'হাত তুলে আশীর্বাদ করেছে সাধারণ মানুষ। সেই সকল মানুষদেরে ধন্যবাদ জানালেন কলকাতার মেয়র তথা বন্দর এলাকার বিধায়ক-মন্ত্রী ফিরহাদ হাকিম ৷ রবিবার মমতা বন্দ্যোপাধ্যায়ের বিধানসভা এলাকাও ঘুরে দেখেন ফিরহাদ ৷
কর্মসূচি প্রসঙ্গে কলকাতা পৌরনিগমের মেয়র বলেন, "নির্বাচনের আগে আমি বাড়ি বাড়ি গিয়েছিলাম মালা রায়ের হয়ে ভোট চাইতে। এদিন আবার বাড়ি বাড়ি যাচ্ছি তাঁদের ধন্যবাদ জানাতে। তাঁদের ধন্যবাদ জানাচ্ছি বাংলা বিরোধীদের বিসর্জন দেওয়ার জন্য। যাঁরা বাংলা বিরোধী, যাঁরা বাঙালি বিরোধী, যাঁরা বারবার বাংলাকে বঞ্চনা করেন, বাংলার মানুষের পাশে দাঁড়ান না। তাঁদের বাংলার মানুষ প্রত্যাখ্যান করেছে।" তিনি আরও জানান, মানুষ যেমন মুখ্যমন্ত্রীর পাশে রয়েছেন, তেমনই 'দিদি' মমতা বন্দ্যোপাধ্যায় সাধারণ মানুষের সঙ্গে ছিলেন আছেন এবং থাকবেনও ৷