পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

বেলেঘাটায় ঘিঞ্জি জনবসতিপূর্ণ এলাকায় বিধ্বংসী আগুন - FIRE IN BELEGHATA

বেলেঘাটার একটি পরিত্যক্ত কারখানার ট্যাঙ্কারে বিধ্বংসী আগুন লাগল ৷ দমকলের আটটা ইঞ্জিনের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে ৷

ETV BHARAT
বেলেঘাটার পরিত্যক্ত কারখানার ট্যাঙ্কারে বিধ্বংসী আগুন (নিজস্ব চিত্র)

By ETV Bharat Bangla Team

Published : Oct 17, 2024, 2:10 PM IST

কলকাতা, 17 অক্টোবর:কলকাতায় ফের ভয়াবহ অগ্নিকাণ্ড ৷ আজ সকালে বেলেঘাটায় একটি পরিত্যক্ত কারখানার ট্যাঙ্কারে বিধ্বংসী আগুন লাগে ৷ দমকলের আটটি ইঞ্জিন ঘণ্টা দেড়েকের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে ৷

বৃহস্পতিবার বেলা পৌনে এগারোটা নাগাদ 51নং ক্যানাল ইস্ট রোডের একটি পরিত্যক্ত কারখানাতে আগুন লাগে । প্রথমে স্থানীয়রা দেখেন, চারপাশ ছেয়ে গিয়েছে কালো ধোঁয়ায় ৷ এরপর অল্প সময়ের মধ্যেই দেখা যায়, ওই পরিত্যক্ত কারখানা থেকে দাউ দাউ করে আগুন জ্বলছে ৷ তেলের ট্যাঙ্কারে আগুন লাগায় খুব দ্রুত সেই আগুন বড় আকার ধারণ করে ৷ ওই এলাকা খুবই ঘিঞ্জি ও জনবসতিপূর্ণ ৷ ফলে আগুন আশপাশের বাড়িতে ছড়িয়ে পড়ার আতঙ্ক ছড়ায় এলাকাবাসীর মনে ৷ অনেকেই নিজের বাড়ি থেকে রাস্তায় বেরিয়ে আসেন ৷ খবর দেওয়া হয় দমকল ও পুলিশকে ৷

আগুন নেভাচ্ছে দমকল (নিজস্ব চিত্র)

প্রথমে ঘটনাস্থলে আসে দমকলের পাঁচটি ইঞ্জিন ৷ তবে আগুনের তীব্রতা অনেক বেশি হওয়ায় পরে আরও তিনটি ইঞ্জিনকে আনা হয় ৷ জলের পাশাপাশি আগুন নেভাতে ফোমও ব্যবহার করা হয় ৷ ঘিঞ্জি এলাকা হওয়ায় আগুনকে নিয়ন্ত্রণে আনতে বেগ পেতে হয় দমকলকর্মীদের ৷ প্রায় দেড় ঘণ্টার প্রচেষ্টায় আগুনকে আয়ত্তে আনতে সক্ষম হন তাঁরা ৷ এরপরেও ছোট ছোট পকেটগুলিতে যে আগুন জ্বলছিল, সেগুলি নেভাতে তৎপর হন দমকলকর্মীরা ৷

জানা গিয়েছে, প্রায় ছয় বছর আগে বন্ধ হয়ে গিয়েছে ওই কারখানা । সেখানে আগে বিদ্যুতের হাইভোল্টেজ টাওয়ার তৈরি হত ৷ কারখানায় তিনটি ট্যাঙ্কারে কোনও রাসায়নিক ছিল বলে মনে করা হচ্ছে ৷ কী সেই রাসায়নিক এবং কীভাবেই বা সেখানে আগুন লাগল, তা খতিয়ে দেখছে পুলিশ ও দমকল ৷

ABOUT THE AUTHOR

...view details