কলকাতা, 6 নভেম্বর: বিজেপির সদস্য সংগ্রহ অভিযানের মঞ্চ থেকে উস্কানিমূলক মন্তব্যের অভিযোগ ৷ তার প্রেক্ষিতেই মিঠুন চক্রবর্তীর বিরুদ্ধে কলকাতা ও বিধাননগর কমিশনারেটে দু’টি মামলা রুজু হল ৷ প্রথম অভিযোগটি দায়ের হয়েছে কলকাতা পুলিশের বউবাজার থানায় ৷ আর দ্বিতীয় অভিযোগটি বিধাননগর দক্ষিণ থানায় করেছেন কৌশক সাহা নামে এক ব্যক্তি ৷
সম্প্রতি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের কলকাতা সফরে ইজেডসিসি-তে হওয়া বিজেপির সদস্য সংগ্রহ বৈঠকে বক্তব্য রাখেন মিঠুন চক্রবর্তী ৷ সেখানে তাঁর কিছু মন্তব্য উস্কানিমূলক বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে ৷ দাবি করা হয়েছে, এর ফলে আইনশৃঙ্খলার অবনতি হতে পারে ৷ সেই অভিযোগে, মঙ্গলবার রাতে বউবাজার থানায় এফআইআর দায়ের হয় ৷
এ নিয়ে নাম প্রকাশে অনিচ্ছুক কলকাতা পুলিশের আইনশৃঙ্খলার দায়িত্বে থাকা এক উচ্চপদস্থ আধিকারিক বলেন, "এক ব্যক্তি বউবাজার থানায় অভিযোগ জানিয়ে গিয়েছেন ৷ অভিযোগটি মিঠুন চক্রবর্তীর বিরুদ্ধে করেছেন বলে জানতে পেরেছি ৷ যদিও, তদন্তের স্বার্থে অভিযোগকারীর নাম-পরিচয় গোপন রাখা হচ্ছে ৷" বউবাজার থানা সূত্রে জানা গিয়েছে, দায়ের হওয়া মামলার নম্বর হল 255 ৷