পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

সকাল থেকেই বৃষ্টি, উত্তাল সমুদ্র; ঘূর্ণিঝড় দানার আতঙ্কে বন্ধ ফেরি পরিষেবা - CYCLONE DANA

বৃহস্পতিবার ও শুক্রবার দক্ষিণ 24 পরগনার তীরবর্তী এলাকায় ফেরি পরিষেবা বন্ধ রাখা হয়েছে। মাটির নদী বাঁধগুলির উপর জেলা প্রশাসনের পক্ষ থেকে নজরদারি চালানো হচ্ছে ৷

Cyclone Dana
ঘূর্ণিঝড় দানার কারণে গঙ্গাসাগরে বন্ধ ফেরি পরিষেবা (নিজস্ব ছবি)

By ETV Bharat Bangla Team

Published : Oct 24, 2024, 11:55 AM IST

Updated : Oct 24, 2024, 12:40 PM IST

গঙ্গাসাগর, 24 অক্টোবর: বৃহস্পতিবার সকাল থেকেই দক্ষিণ 24 পরগনায় ঘূর্ণিঝড় দানার প্রভাব পড়তে শুরু করেছে । ঘূর্ণিঝড়ের প্রভাবে উত্তাল উপকূল তীরবর্তী এলাকার নদী ও সমুদ্র । ইতিমধ্যে জলস্ফীতি দেখা দিয়েছে । ঘূর্ণিঝড়ের আতঙ্ক গ্রাস করেছে এলাকাবাসীদের । ঘূর্ণিঝড়ের কারণে জেলা জুড়ে জারি রয়েছে লাল সতর্কতা ।

ঘূর্ণিঝড় যত এগিয়ে আসছে, ততই বাড়ছে ঝোড়া হাওয়া ৷ ইতিমধ্যে উত্তাল হয়েছে নদী ও সমুদ্র । জেলা প্রশাসনের পক্ষ থেকে মৎস্যজীবীদের গভীর সমুদ্রে মাছ ধরার উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে ৷ বৃহস্পতিবার ও শুক্রবার দক্ষিণ 24 পরগনার তীরবর্তী এলাকায় ফেরি পরিষেবা বন্ধ রাখা হয়েছে ৷

ঘূর্ণিঝড় দানার প্রভাবে বৃষ্টি উপকূল তীরবর্তী এলাকায় (ইটিভি ভারত)

দক্ষিণ 24 পরগনার উপকূল তীরবর্তী এলাকার মাটির নদী বাঁধগুলির উপর জেলা প্রশাসনের পক্ষ থেকে নজরদারি চালানো হচ্ছে । জেলা প্রশাসনের পক্ষ থেকে প্রান্তিক এলাকা থেকে মানুষজনকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নিয়ে যাওয়ার কাজ চলছে । জেলা প্রশাসনের পক্ষ থেকে বিভিন্ন প্রান্তিক এলাকায় মোতায়ন করা হয়েছে জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী এবং সিভিল ডিফেন্সের কর্মীদের । খুলে দেওয়া হয়েছে ত্রাণ শিবিরগুলি ৷ দফায় দফায় চলছে মাইকিং ৷

বুধবার মধ্যরাতেই ঘূর্ণিঝড় থেকে সুপার সাইক্লোনে পরিণত হয়ে উপকূলের দিকে ধেয়ে আসছে দানা । বর্তমানে ঘূর্ণিঝড়টি অবস্থান করছে মধ্য বঙ্গোপসাগর ও সংলগ্ন উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে, সাগরদ্বীপ থেকে 370 কিলোমিটার দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব দিকে । ওড়িশার পারাদ্বীপ থেকে এর দূরত্ব 280 কিলোমিটার দক্ষিণ-পূর্ব দিকে ।

শুক্রবার পর্যন্ত ফেরি পরষেবা বন্ধ থাকবে (নিজস্ব ছবি)

আজ মধ্যরাত এবং আগামিকাল সকালের মধ্যে এই তীব্র ঘূর্ণিঝড় ভিতরকণিকা ও ধামারায় মাঝে আছড়ে পড়ার কথা ৷ ঘূর্ণিঝড়ের ল্যান্ডফলের সময় এই এর সর্বোচ্চ গতিবেগ হতে পারে প্রতি ঘণ্টায় 120 কিলোমিটার ৷ ঘূর্ণিঝড় দানা'র প্রভাবে সকাল থেকেই বৃষ্টি শুরু হয়েছে রাজ্যের সমুদ্র উপকূলবর্তী জেলাগুলিতে ৷

Last Updated : Oct 24, 2024, 12:40 PM IST

ABOUT THE AUTHOR

...view details