চুঁচুড়া, 10 জুলাই: মাকে খুনের ঘটনায় সন্তানের সাক্ষীর ভিত্তিতে পিতাকে দোষী সাব্যস্ত করল চুঁচুড়া জেলা আদালত ৷ বৃহস্পতিবার সাজা ঘোষণা করবে আদালত ৷ দোষী ওই ব্যক্তি ধনেখালি থানার অন্তর্গত জামাইবাটি কাপগাছি গ্রামের বাসিন্দা শেখ নজিবুল। বুধবার 13 বছরের সন্তানের সাক্ষীর ভিত্তিতে আদালত তার বাবা নজিবুলকে দোষী সাব্যস্ত করে। দোষীর যাবজ্জীবন বা ফাঁসির সাজা হওয়ার সম্ভাবনা আছে বলে জানান আইনজীবী শঙ্কর গঙ্গোপাধ্যায় ৷
বুধবার হুগলি জেলা আদালতের তৃতীয় অ্যাডিশনাল সেশন জজ কৌস্তব মুখোপাধ্যায় শেখ নাজিবুলকে দোষী সাব্যস্ত করেন ৷ জেলা আদালতের সরকারি আইনজীবী শঙ্কর গঙ্গোপাধ্যায়ের দাবি, এই খুনের ঘটনায় অভিযুক্তের যাবজ্জীবন অথবা ফাঁসির সাজা অবশ্যম্ভাবী ৷ তিনি জানান, 2006 সালের বৈশাখ মাসে নাজিবুলের সঙ্গে বিয়ে হয় ধনেখালি চক-সুলতান গ্রামের সাবিনা বেগমের। তাদের দু'টি সন্তান, একটি ছেলে ও একটি মেয়ে। অভিযোগ, বিয়ের কয়েক বছর পরে স্থানীয় এক মহিলার সঙ্গে বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়িয়ে পরে নজিবুল ৷ এই নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে অশান্তি চলছিল বলেও জানা যায় ।