আসানসোল, 4 সেপ্টেম্বর: মাজার শরিফে এসেছিলেন প্রার্থনা করতে ৷ সখ করে স্নান করার জন্য দামোদরের জলে নেমেছিলেন বাবা ও দুই ছেলে ৷ কিন্তু স্নান করতে গিয়েই সব শেষ ! জলের স্রোতে তলিয়ে গেলেন 3 জনেই ৷ মঙ্গলবার সন্ধ্য়ায় ঘটনাটি ঘটেছে আসানসোলের কুলটি থানার অন্তর্গত ডিসেরগড় মাজার শরিফের কাছে । রাতভর তল্লাশির পর অবশেষে বাবা ও এক ছেলের দেহ উদ্ধার করা হয় ৷ এখনও নিখোঁজ আর একজনের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ ৷
জানা গিয়েছে, কলকাতার ইকবালপুরের বাসিন্দা মহম্মদ ফিরোজ (43) তাঁর পরিবারকে নিয়ে আসানসোলের ডিসেরগড়ে মাজার শরিফে এসেছিলেন । প্রত্যক্ষদর্শীদের মতে, এদিন সন্ধ্যায় দুই ছেলে আসিফ (13) এবং তৌসিফকে (15) ও স্ত্রীকে নিয়ে মাজার শরিফের কাছেই দামোদর নদীদে স্নান করতে নামেন মহম্মদ ফিরোজ । কিন্তু অসাবধানতার কারণে প্রথমে ফিরোজের এক ছেলে প্রথমে তলিয়ে যায় । তাঁকে বাঁচাতে গিয়ে আরেক ছেলে ও শেষে মহম্মদ ফিরোজ দামোদরের জলে তলিয়ে যায় । ঘাটে দাঁড়িয়ে থাকা লোকেরা ফিরোজের স্ত্রীকে উদ্ধার করে ।