কলকাতা, 1 জুলাই: রোগীকে ইঞ্জেকশন দেওয়া ঘিরে বচসা। পরে হাসপাতালের বাইরে রোগীর আত্মীয়রা বিক্ষোভ দেখালে রবিবার দুপুরে উত্তেজনা ছড়ায় কলকাতার ন্যাশনাল মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ৷ পরবর্তীতে ঘটনাস্থলে আসে পুলিশ। কিন্তু অভিযোগ, পুলিশের উপস্থিতিতে সংশ্লিষ্ট রোগীর পরিবারের সদস্যদের লাঠি দিয়ে বেধড়ক মারধর করে এক সিভিক ভলান্টিয়ার। লাঠিচার্জ করেন পুলিশ আধিকারিকরাও ৷ আক্রান্তদের মধ্যে রয়েছেন এক মহিলাও ৷ ঘটনায় হুলস্থুল ন্যাশনাল মেডিক্যাল কলেজ চত্বর।
রবিবার সরকারি হাসপাতাল প্রাঙ্গণের এই ঘটনার স্মৃতি উসকে দিচ্ছে বছরকয়েক আগে এক্সাইড মোড়ের ঘটনা ৷ যেখানে চোর সন্দেহে এক যুবককে ক্রসিংয়ে ফেলে তাঁর বুকে পা তুলে দিয়েছিল এক সিভিক ভলেন্টিয়ার। পরবর্তীতে সেই ঘটনায় তৎকালীন কলকাতা পুলিশের নগরপাল সৌমেন মিত্র সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানিয়েছিলেন কলকাতা পুলিশের তরফে সরানো হয়েছে সংশ্লিষ্ট সিভিক ভলান্টিয়ারকে ৷ সেই মর্মান্তিক ঘটনার স্মৃতিই ফিরল রবিবার ৷ ইতিমধ্যেই স্থানীয় থানায় অভিযোগ দায়ের করেছেন রোগীর পরিবারের সদস্যরা।