পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

ছাদের জল পড়াকে কেন্দ্র করে ভাইপোর হাতে খুন কাকা, আটক 6 - MURDER IN GHATAL

পারিবারিক বিবাদের জেরে সাতসকালে কাকাকে কুড়ুল দিয়ে কুপিয়ে খুন করল ভাইপো ৷ ক্ষিপ্ত হয়ে ওঠেন গ্রামসবাসীরা ৷ অভিযুক্ত ভাইপো-সহ 6 জনকে আটক করে পুলিশ ৷

MURDER IN GHATAL
ক্ষিপ্ত হয়ে ওঠেন গ্রামসবাসীরা (নিজস্ব ছবি)

By ETV Bharat Bangla Team

Published : 7 hours ago

ঘাটাল, 21 ডিসেম্বর:অসময়ে বৃষ্টি ৷ আর সেই বৃষ্টির জেরে ছাদে জল পড়াকে কেন্দ্র করে কাকা-ভাইপোর মধ্যে গণ্ডগোল ৷ শেষ পর্যন্ত ভাইপোর হাতে খুন হতে হল কাকাকে। শনিবার সকালের ঘটনার জেরে রীতিমতো ক্ষিপ্ত গ্রামের বাসিন্দারা ৷

অভিযুক্ত ভাইপো-সহ তার পরিবারের সদস্যদের বাড়ি ঘিরে ফেলে গ্রামবাসীরা । পরিস্থিতি বেগতিক হওয়ার আগেই পুলিশ বাহিনী এস অভিযুক্তদের ঘিরে ফেলে। এই ঘটনায় 6 জনকে আটক করেছে পুলিশ ৷

ভাইপোর হাতে খুন কাকা (ইটিভি ভারত)

শনিবার সকালে ঘটনাটি ঘটেছে ঘাটাল পুরসভার 1 নম্বর ওয়ার্ডের রঘুনাথ চকে। অভিযুক্ত ভাইপোর নাম বাপন দোলই। মৃত ব্যক্তির নাম সুকুমার দোলই, বয়স 57 বছর। মূলত বাড়ির ছাদ থেকে জল পড়াকে কেন্দ্র করে গণ্ডগোল বাধে এদিন ৷ পারিবারিক বিবাদের মাঝেই ভাইপো কুড়ুল দিয়ে কাকাকে কোপাতে থাকে। ঘটনাস্থলে তুমুল উত্তেজনার সৃষ্টি হয় ৷ খবর পেয়ে উপস্থিত হয় ঘাটাল থানার পুলিশ বাহিনী। যদিও এই ঘটনায় এলাকার জনতা ক্ষিপ্ত হয়ে অভিযুক্তের বাড়ি ঘিরে ফেলে।

পুলিশের কড়া পাহারায় তাদের গাড়িতে তুলে থানায় নিয়ে যায় (নিজস্ব ছবি)

জনতার রোষ থেকে বাঁচাতে পুলিশের কড়া নিরাপত্তায় বাপনকে বাড়ি থেকে বার করে গাড়িতে তুলতে গেলে তাকে মারতে উদ্যত হন গ্রামবাসীরা ৷ যার দরুণ ঘাটাল পুলিশকে হিমশিম খেতে হয়। স্থানীয়রা বলেন, "আগেও ওদের গণ্ডগোল হয়েছে ৷ আজ বাড়ির ছাদ থেকে জল পড়াকে কেন্দ্র করে ওদের মধ্যে ঝগড়াঝাটি শুরু হয় ৷ এরপরই বাপন একটা ধারালো অস্ত্র দিয়ে সুকুমারকে বুকে আঘাত করে। যার জেরে মৃত্যু হয় কাকার। আমরা চাই, অভিযুক্তের কঠোরতম শাস্তি হোক।"

ABOUT THE AUTHOR

...view details