কলকাতা, 30 এপ্রিল:আগামী 7 মে দেশ তথা রাজ্যে তৃতীয় দফার নির্বাচন। নির্বাচন হবে মালদা উত্তর, মালদা দক্ষিণ, জঙ্গিপুর ও মুর্শিদাবাদে। অন্যদিকে, তৃতীয় দফা নির্বাচনে মুর্শিদাবাদ জেলার ভগবানগোলায় রয়েছে বিধানসভা উপ-নির্বাচন। তৃতীয় দফা নির্বাচনকেও আগের দুই দফার মতো শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে চায় নির্বাচন কমিশন। গতকাল, সোমবার মুর্শিদাবাদের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বৈঠক করে নির্বাচন কমিশন ৷
তৃতীয় দফার নির্বাচনে রাজ্যে ব্যবহার করা হবে 406 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। 406 কোম্পানির মধ্যে প্রথম দু'দফার নির্বাচনে রাজ্যেই রয়েছে 382 কোম্পানি। বাকি 24 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী আনা হবে তৃতীয় দফার নির্বাচনে ৷ চতুর্থ নির্বাচনে চারটি কেন্দ্রে কমবেশি বাহিনী মোতায়েন করা হয়েছে। সূত্র মারফত জানা গিয়েছে, আগামী 48 ঘণ্টার মধ্যে বাকি 24 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের কাজ শেষ হতে পারে। তবে নির্বাচন হওয়ার আগেই বারে বারে উত্তপ্ত হয়েছে মুর্শিদাবাদ। তাই স্বাভাবিকভাবেই মুর্শিদাবাদ চিন্তায় ফেলেছে কমিশনকে।
যাতে এই অঞ্চলে নতুন করে আর অশান্তি না-হয় তাই এলাকায় যাদের বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় মামলা রয়েছে তাদের বিরুদ্ধে দ্রুত পদক্ষেপ করার নির্দেশ দিয়েছে কমিশন। গতকাল, সোমবার মুর্শিদাবাদের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে মালদা, মুর্শিদাবাদ এবং জঙ্গিপুরের ডিএম ও পুলিশ সুপারদের সঙ্গে বৈঠক করেন ডেপুটি নির্বাচন কমিশনার নীতেশ ব্যয়াস এবং মুখ্য নির্বাচনী আধিকারিকের কার্যালয়ের আধিকারিকরা। ওই বৈঠকে ছিলেন বিশেষ পুলিশ অবজারভার অনিল কুমার শর্মা এবং বিশেষ সাধারণ অবজারভার আলোকে সিনহা। ছিলেন স্টেট পুলিশ নোডাল অফিসার আনন্দ কুমারও।
পাশপাশি যেসব জায়গায় ইতিমধ্যেই নির্বাচন শেষ হয়েছে সেখানে ভোট পরবর্তী সন্ত্রাসের বিরুদ্ধে মুখ্য নির্বাচনী আধিকারিক কী পদক্ষেপ করেছে তাও জানতে চাওয়া হয়েছে বৈঠকে। এরিয়া ডোমিনেশন ও কনফিডেন্স বিল্ডিং মেজরস হচ্ছে কি না, সেই বিষয়েও আলোচনা করা হয়। মুর্শিদাবাদে যাতে আর কোনওরকম আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি না-হয় সেই বিষয়ে কড়া নজরদারি চালাতে বলা হয়েছে। এছাড়াও চতুর্থ দফার প্রস্তুতি নিয়ে বৈঠক হয়। চতুর্থ দফার নির্বাচনী প্রস্তুতি, আইনশৃঙ্খা পরিস্থিতি, কেন্দ্রীয় বাহিনী মোতায়েন-সহ ওয়েবকাস্টিং, কিউআরটি ও আরও একাধিক বিষয় নিয়ে আলোচনা হয়।
আরও পড়ুন:
- রামনবমীর দিন মুর্শিদাবাদে অশান্তি, এসপির রিপোর্ট তলব হাইকোর্টের
- তৃণমূল-বিজেপি বিরোধী ভোট ভাগ হবে না, আশাবাদী সেলিম
- মুর্শিদাবাদ রেঞ্জের নতুন ডিআইজি হলেন সৈয়দ ওয়াকার রেজা