কলকাতা, 13 এপ্রিল: প্রথম থেকে শেষ নির্বাচনের কোনও পর্যায়ে কোনওরকম হিংসা বরদাস্ত করা হবে না। শনিবার এমনটাই কড়া নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন। এদিন সকাল থেকে প্রথম দফার তিনটি জেলা কোচবিহার, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারের জেলাশাসক, পুলিশ সুপারদের সঙ্গে বৈঠকে বসে কমিশনের কর্তা-ব্যক্তিরা ৷ দিল্লি থেকে ভিডিয়ো কনফারেন্সে যোগ দিয়েছিলেন কমিশনের আধিকারিকরা ৷ সেই বৈঠকেই আইন-শৃঙ্খলা নিয়ে স্পষ্টভাষায় জেলাগুলিকে কড়া নির্দেশ দিয়েছে কমিশন।
প্রথম দফার নির্বাচনী প্রস্তুতিতে প্রথম তিন দফার জেলাগুলিতে আইন-শৃঙ্খলা ব্যবস্থা নিয়ে এদিন সকাল থেকেই ধাপে ধাপে বৈঠক চলেছে। বৈঠকে রয়েছেন জাতীয় নির্বাচন কমিশনের আধিকারিকরা, তিন জেলার জেলাশাসক, পুলিশ সুপার, পুলিশ কমিশনার এবং মুখ্য নির্বাচনী আধিকারিকের কার্যালয়ের আধিকারিকরা।
প্রথম দফার নির্বাচনী প্রস্তুতি খতিয়ে দেখার পাশাপাশি ওই তিন জেলার ভোটাররা যাতে নিশ্চিন্তে ভোট দিতে আসতে পারেন এবং ভোট শেষ হলে যাতে কোথাও কোনওরকম হিংসা বা সন্ত্রাস না হয়, সেই বিষয়টির উপরে কড়া নজর দিতে বলেছে নির্বাচন কমিশন। এর পাশাপাশি জেলা প্রশাসনের পাশাপাশি পুলিশ সুপার এবং কমিশনারদেরকে নিরপেক্ষভাবে কাজ করার নির্দেশও দেওয়া হয়েছে। শুধু তাই নয়, ভোটের দিন প্রতি এক ঘণ্টা অন্তর ভোট প্রক্রিয়া কতটা এগোল, কোথায় কী ধরনের আইন-শৃঙ্খলা পরিস্থিতি রয়েছে, তা নিয়ে রিপোর্ট জমা দিতে বলা হয়েছে মুখ্য নির্বাচনী আধিকারিকের কার্যালয়ে ৷ এর পরে সেই রিপোর্ট পাঠানো হবে দিল্লিতে।