পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

সন্দেশখালিতে ইডি আধিকারিকদের উপর হামলার ঘটনায় থমকে তদন্ত, দ্রুত শুনানির আর্জি - প্রধান বিচারপতি

Sandeshkhali Incident: সন্দেশখালিতে ইডি আধিকারিকদের উপর হামলার ঘটনায় থমকে রয়েছে তদন্ত, দ্রুত শুনানির আর্জি জানিয়ে প্রধান বিচারপতির দৃষ্টি আকর্ষণ করা হয়। বিচারপতি জয় সেনগুপ্ত সিআইডি ও সিবিআইকে যৌথভাবে সন্দেশখালির ঘটনায় তদন্ত করতে সিট গঠনের নির্দেশ দিয়েছিলেন। সেই নির্দেশ চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হয় রাজ্য।

Etv Bharat
Etv Bharat

By ETV Bharat Bangla Team

Published : Jan 31, 2024, 5:37 PM IST

কলকাতা, 31 জানুয়ারি: সন্দেশখালিতে ইডি আধিকারিকদের উপর হামলার ঘটনায় থমকে রয়েছে তদন্ত ৷ আর সেই কারণে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চের দৃষ্টি আকর্ষণ করল ইডি এবং রাজ্যের আইনজীবী। জরুরী ভিত্তিতে শুনানির আবেদনও করা হয়। সম্ভব হলে বুধবারই শুনানির আবেদন জানান ইডি'র আইনজীবী ধীরজ ত্রিবেদী। সোমবার শুনানির আশ্বাস দিয়েছে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ।

বিচারপতি জয় সেনগুপ্ত সিআইডি ও সিবিআইকে যৌথভাবে সন্দেশখালির ঘটনায় তদন্ত করতে সিট গঠনের নির্দেশ দিয়েছিলেন। সেই নির্দেশ চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হয় রাজ্য। সেই মামলাতেই এদিন প্রধান বিচারপতির দৃষ্টি আকর্ষণ করা হয়। এদিন ইডি'র আইনজীবী জানান, সিঙ্গল বেঞ্চের নির্দেশের পর এক সপ্তাহের বেশি হয়ে গিয়েছে, কিন্তু এখনও তদন্তের কাজ শুরুই করা যায়নি।

বিচারপতি জয় সেনগুপ্তর সিঙ্গল বেঞ্চ রাজ্য পুলিশের সঙ্গেই সিবিআইয়ের এসপি'কে যৌথভাবে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছিল। কিন্তু রাজ্য পুলিশ অতীতে বারবার কেন্দ্রীয় সংস্থার সঙ্গে অসহযোগিতা করেছে। ফলে এই ক্ষেত্রেও তদন্ত বিঘ্নিত হতে পারে। তথ্য-প্রমাণও নষ্ট করা হতে পারে বলে দাবি ইডি'র। একইসঙ্গে, তদন্তের নিরপেক্ষতা নিয়ে সন্দেহ থাকায় প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হয়েছিল কেন্দ্রীয় সংস্থা। মামলা দায়ের করার অনুমতি দিয়েছিলেন হাইকোর্টের প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম।

গত 17 জানুয়ারি সন্দেশখালিতে ইডি'র আধিকারিকদের উপর হামলার ঘটনায় তদন্ত করতে সিবিআই ও রাজ্যের আইপিএসদের নিয়ে বিশেষ তদন্তকারী দল (সিট) গঠনের নির্দেশ দেয় হাইকোর্ট। আদালতের নজরদারিতে এই তদন্ত চলবে বলেও নির্দেশে জানান বিচারপতি। নির্দেশে বলা হয়, সিটের মাথায় থাকবেন সিবিআইয়ের এসপি। সিট কেন্দ্রীয় বাহিনী এবং রাজ্য পুলিশের সবরকম সহযোগিতা নেবে। তারা নিজেদের নিচুতলার অফিসার নিয়োগ করতে পারবেন। ইডি'র আধিকারিকদের উপর হামলার পর ন্যাজাট থানায় এফআইআর দায়ের হয়েছিল তার সত্যতা খতিয়ে দেখবে এই বিশেষ টিম ৷ পাশাপাশি হামলার বিষয়েও তদন্ত করবে বলে জানায় হাইকোর্ট।

বর্তমানে ইসলামপুরে কর্মরত যশপ্রীত সিং (আইপিএস) তাঁকে রাজ্য এই টিমের জন্য নিয়োগ করে। কিন্তু সিবিআই'কে 18 জানুয়ারির মধ্যে তাদের অফিসার নিয়োগ করতে নির্দেশ দেওয়া হলেও সিবিআই তাদের আধিকারিকের নাম জানায়নি। পরে তারা ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হয়। বিচারপতি জয় সেনগুপ্ত জানিয়েছিলেন, যদি আশানুরূপ ফল না-পাওয়া যায় তাহলে কোর্ট এই টিম বদল করতে দ্বিধা করবে না।

আরও পড়ুন:

  1. নিয়োগ দুর্নীতিকাণ্ডে ফের সিবিআইয়ের মুখোমুখি দেবরাজ চক্রবর্তী
  2. একাধিক পড়ুয়া মাধ্যমিকের অ্যাডমিট না পাওয়ায় 3 প্রধান শিক্ষককে জরিমানা হাইকোর্টের
  3. বিচারপতি গঙ্গোপাধ্যায়ের বেঞ্চ থেকে সরল প্রাথমিক শিক্ষা সংক্রান্ত সমস্ত মামলা

ABOUT THE AUTHOR

...view details